১৯৭১ সালের তিন ডিসেম্বর উত্তরের জেলা ঠাকুরগাঁও হানাদার মুক্ত হয়েছিল। আর তাই আজ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ উপলক্ষে মুক্তি শোভাযাত্রা বের করা হয়। এর পাশাপাশি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা কমান্ড ও উদীচী শিল্পী গোষ্ঠি ঠাকুরগাঁও জেলা শাখা।
এর আগে সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ সাধারণ পাঠাগার চত্বরে দিবসটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর আলী ও শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার পত্নী শহীদ জায়া আনোয়ারা মোস্তফা।
এ সময় জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম এর সভাপতিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।
পরে বক্তব্য শেষে ঠাকুরগাঁও পাঠাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য মুক্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও জেলার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা অতিক্রমকালে শহীদ মোহাম্মদ আলীর কবরে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
এবার সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
উল্লেখ্য, ৩ ডিসেম্বর ১৯৭১ সালে এই দিনে ঠাকুরগাঁও জেলার হানাদার মুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই কারণে এ দিনে ঠাকুরগাঁও বাসী পেয়েছিলো তাদের স্বাধীনতা।
আরসিএন ২৪ বিডি /ডিসেম্বর ০৩, ২০১৯