September 22, 2023
পদ্মা সেতু উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন

পদ্মা সেতু উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন

Read Time:3 Minute, 7 Second

সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। সেতুর দুই পাশই প্রস্তুত উদ্বোধনের জন্য।

আজ (২৫ জুন) সকালে পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সমাবেশ করবেন। আর এ জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা আলাদা মঞ্চ।

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে প্রায় ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য সভাস্থলে চলছে শেষ পর্যায়ের কর্মযজ্ঞ। পুরো এলাকা রয়েছে সিসি ক্যামেরার আওতায়।

তাছাড়াও নিরাপত্তার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার, চিকিৎসা কেন্দ্র, ৫০০ অস্থায়ী শৌচাগার, এলইডি মনিটর, মাইক। পুরো এলাকায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এনএসআই, এসএসএফ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে সেতুর আশপাশে চলছে সর্বশেষ সৌন্দর্য বর্ধনের কাজ। শরীয়তপুর থেকে পথে পথে রয়েছে স্বাগতম জানানো ফলক। রাস্তায় লাগানো হয়েছে প্ল্যাকার্ড এবং জেলা ও উপজেলা শহর সেজেছে বর্ণিল সাজে। পদ্মা সেতুর সমাবেশ স্থলে যেতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

জনসভাস্থলে তৈরি করা হয়েছে ৩টি ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র (মেডিক্যাল ক্যাম্প)। এর মধ্যে ২০ শয্যার একটি ও ১০ শয্যার দুটি। এ ছাড়া নৌপথে আগতদের জন্য বাংলাবাজার ঘাট এলাকায় ২০টি পন্টুন বসানো হয়েছে।

অংশগ্রহণকারীদের সুপেয় পানি সরবরাহের জন্য পানির ট্যাংক ও কল লাগানো হয়েছে। উদ্বোধনস্থল থেকে সভাস্থলে যাওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এনএসআই, এসএসএফ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে শরীয়তপুর থেকে কাঁঠালবাড়ি বাংলাবাজার সমাবেশে যোগ দিকে শরীয়তপুর-২ আসন থেকে ১৫টি লঞ্চ, ১৫০টি নৌকা রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য উপজেলা থেকে ১০টিরও অধিক লঞ্চ আসবে বলে জানা গেছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, আনন্দ উদযাপন করবে এই জেলার মানুষ। তাই তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আনন্দ সবার।

আরসিএন ২৪ বিডি / ২৫ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাটে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা Previous post লালমনিরহাটে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা
কালীগঞ্জে প্রাইভেট কার এ ২১ কেজি গাজা সহ গ্রেফতার ২ Next post কালীগঞ্জে প্রাইভেট কার এ ২১ কেজি গাজা সহ গ্রেফতার ২