পানিবন্দী মানুষদের উদ্ধারে ৪৫টি জলযান কেনার নির্দেশ
বন্যায় পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহারের জন্য ৪৫টি জলযান কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ( ২০ জুন )রাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
সিলেট, সুনামগঞ্জের মতো দেশের বন্যাকবলিত অন্য জেলায় বন্যার্তদের সহযোগিতায় সেনাবাহিনী নামানো হবে বলেও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ছাড়া চট্টগ্রামে পাহাড়ের নিচে যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তাদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্তের এসব তথ্য প্রথম আলোকে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, বন্যায় মানুষদের উদ্ধারে প্রধানমন্ত্রী ১৫টি জেমিনি বোট (বড় নৌকা অল্প পানিতে চলে) এবং ৩০টি উদ্ধার জলযান কেনার নির্দেশ দিয়েছেন।
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় পানিবন্দী হয়ে থাকা মানুষদের উদ্ধার করতে না পারার বড় কারণ ছিল জলযান সংকট। বন্যার কারণে অনেক নৌকার মালিক ভাড়া কয়েকগুণ বাড়িয়েছেন। ভাড়া বেশির কারণে বন্যাকবলিত মানুষদের উদ্ধার করা যায়নি। সামাজিক সংগঠন ও আত্মীয়-স্বজনেররা নৌকা নিয়ে যেতে পারেনি।
গতকাল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে সিলেট, সুনামগঞ্জে নৌকার সংকটের বিষয়টি আলোচনায় উঠে আসে। সেই সাথে কিছু সুযোগ সন্ধানী নৌকার মালিকের অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টিও উঠে আসে। তখন জলযান কেনার সিদ্ধান্ত হয়।
এদিকে গত রবিবার সন্ধ্যায় পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলার ডিসি ও এসপিরা যোগ দেন।
আরসিএন ২৪ বিডি / ২১ জুন ২০২২
আরোও খবর পড়ুন
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়ালো। এছাড়া গত...
আরও ৩ দিন থাকতে পারে গরম
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় সাপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টিপাত কমে...
কী কারণে ২৬ তারিখ এত আলোচনায়?
নেটিজেনরা অনেকেই পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে। কী ঘটবে ২৬ সেপ্টেম্বর? কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ আবার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৮ জন মারা গেলেন। আর...
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৬ জন ডেঙ্গু রোগী
দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন ডেঙ্গু রোগী। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়নি কারও। আজ শুক্রবার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৫৬১ জন। এই নিয়ে চলতি...
Average Rating