রংপুর : লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে ডুবে সৈকত সরকার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ১২ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার বাউরা এলাকার জমগ্রাম সরকারটারী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত শিশু সৈকত সরকার পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার জমগ্রাম সরকারটারী গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রমতে, রবিবার বিকেলে শিশু সৈকত বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এএফ / আরসিএন ২৪ বিডি /জানুয়ারি ১৩, ২০২০
আপডেট: ২০২০-০১-১৩ / ০৬.২৮ পিএম