ঢাকা : রাজধানীর শাহবাগ পুলিশ কন্ট্রোলরুমের ভবন থেকে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
১৭ জানুয়ারি শুক্রবার সকালে শাহবাগ পুলিশ কন্ট্রোলরুমের ভবনে এ ঘটনা ঘটে।
কন্ট্রোলরুমের সূত্রমতে, সকালে কন্ট্রোলরুমের ভবন থেকে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস নামের ওই পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জি এম এম /আরসিএন ২৪ বিডি ডট কম /