ঠাকুরগাঁও-RCN24BD:হানিফ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরগাঁওয়ে পৃথক সড়কে একটি দুর্ঘটনা ঘটে এতে একজন নিহত হন এবং ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা এবং সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্প সংলগ্ন সত্যপীর ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে ৩০ জন গুরুতর আহত হন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, দুপুরে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।