October 11, 2024
লোডশেডিং নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিং নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

Read Time:2 Minute, 8 Second

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে জানান, ‘দেশে তীব্র তাপদায়ের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং অনেক বেশি হচ্ছে। অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করছি।’

আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার নিজের ভেরিফাই ফেসবুক পেইজে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম ও রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে সেটা আমরা আগেই বুঝতে পেরেছি। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব প্রস্তুতির স্বাক্ষরও রেখেছি। কিন্তু গত পঞ্চাশ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে যে নজিরবিহীন তীব্র তাপদহন চলছে, তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের খুব সমস্যা হচ্ছে।’

তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করছি। সেইসঙ্গে সবার অবগতির জন্য জানাতে চাই পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করেই চলেছে। খুব শিগগিরই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে।‘

ধৈর্যধারণের জন্য সাধারণ গ্রাহকদের ধন্যবাদও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ফুলপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার Previous post ফুলপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
উখিয়ায় র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার Next post উখিয়ায় র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার