পিবিআইকে আরো শক্তিশালী করা হচ্ছে ও শিগগিরই পুলিশ বাহিনীতে হেলিকপ্টার সংযোজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকালে সচিবালয় কেন্দ্রিক সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিতেও হেলিকপ্টার যুক্ত করা হবে।
তিনি বলেন, জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী আল্লার দল নামধারী আট জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ঘটনায় চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ভুল চার্জশিট না হলে সুষ্ঠু বিচার পাওয়া যায় না। তাই আবরার হত্যার ঘটনায় আমরা নির্ভুল চার্জশিট দিতে চাই। আমি নিজে প্রতিনিয়ত এর খোঁজখবর নিচ্ছি। শিগগিরই হত্যার চার্জশিট দেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি বেশকিছু হত্যাকাণ্ড ঘটেছে সেখানে দেখা গেছে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দকেও হত্যা করা হয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি উত্তপ্ত, বিষয়টি ঠিক নয়। ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে কিছু সন্ত্রাসী এসব এলাকায় আশ্রয় নেয়। আমাদের দেশেরও কিছু সন্ত্রাসী সে দেশে গিয়ে আশ্রয় নেয়। সে ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়। তবে এভাবে চলতে পারে না।
রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষকে মারধর করে পানিতে চুবনো প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিএসআরএফ’র নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
আরসিএন ২৪ বিডি / ৩ নভেম্বর ২০১৯, রবিবার