রংপুর : বগুড়া-১ আসনের সংসদ সদস্য(এমপি) ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আর নেই।
১৮ জানুয়ারী শনিবার সকাল সোয়া ৮ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) মতিউর রহমান মতি বিষয়টি নিশ্চিত করে বলেন, বুকে ব্যথা অনুভব করায় আবদুল মান্নানকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। শনিবার সকাল সোয়া ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, সাংসদ আব্দুল মান্নানের কন্যা মাহিরা মান্নান বর্তমানে আমেরিকায় বসবাসরত আছেন।তিনি দেশে ফিরলে সাংসদ আব্দুল মান্নানকে তার গ্রমের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলা হিন্দুকান্দি গ্রামে দাফন করা হবে।
আব্দুল মান্নান ২০০৮ সালে প্রথমবার আওয়ামী লীগের টিকিটে বগুড়া-১ আসনে আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বও পালন করেছেন।এই আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আব্দুল মান্নান জয়ী হন।
এএফ / আরসিএন ২৪ বিডি /জানুয়ারি ১৮, ২০২০
আপডেট: ২০২০-০১-১৮ / ৪.৩০ পিএম