বিএনপির ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দুনিয়া থেকে চলে গেলেন । বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান।
সাদেক হোসেন খোকা কিডনি ক্যানসারে ভুগছিলেন। কয়েকদিন আগে তার স্বাস্থের আরও অবনতি হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে জীবন-মৃত্যুর সন্দিক্ষণে ছিলেন তিনি। খোকার শারীরিক অবস্থা এতোই অবনতি ছিলেন যে কয়েকদিন আগে খোকার বেঁচে ফেরার আশা ছেড়েই দেন চিকিৎসকরা।
এই বীর মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা ছিল দেশের মাঠিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার। কিন্তু ২০১৭ সালে পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ দূতাবাসে জমা দিলেও এখনও পর্যন্ত তার পাসপোর্ট দেয়া হয়নি।
২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালে ১৪ মে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অবিভক্ত ঢাকা মহানগরের দায়িত্ব পালন করা বিএনপির এই প্রভাবশালী নেতা।
২০১৪ সালের মে মাসে ক্যানসার চিকিৎসার উদ্দেশে স্ত্রী ইসমত হোসেনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাদেক হোসেন খোকা। স্লোন ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা শুরুর পর প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের থেরাপি ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।
আরসিএন ২৪ বিডি /