
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার ( ৩ জুন ) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় হজ পালনে সৌদি আরবের নিয়ম-কানুন মানতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী হজযাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আল্লাহর মেহমান। আপনারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন।’
হজযাত্রীদের হয়রানি দূর করতে সরকার যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান শেখ হাসিনা।হজ কার্যক্রম উদ্বোধনকালে আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন হজ কার্যক্রম
পবিত্র নগরী মক্কা-মদিনায় হজ পালনকালে দেশ ও দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করতে হজ যাত্রীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে ১৪৪৩ হিজরি বর্ষের হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ কার্যক্রম ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) তিনি এ আহ্বান জানান।রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, আল্লাহর দরবারে যাচ্ছেন। বাংলাদেশের জন্য দোয়া করবেন, প্রাকৃতিক দুযোর্গ অথবা করোনা ভাইরাসের মতো এ রকম অতিমারির হাত থেকে এ দেশ যেন রক্ষা পায়, বিশ্ব যেন রক্ষা পায়। বিশেষ করে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন। সেটাই চাই।
তিনি বলেন, আজ আমরা যেভাবে অর্থনৈতিক উন্নতি করছি, এ উন্নয়নের পথে আমরা যেন এগিয়ে যেতে পারি। বাংলাদেশের সব মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পায়, উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, সে জন্য আপনারা দোয়া করবেন।
দেশের জনগণের পাশাপাশি নিজের হারানো আপনজনদের জন্য দোয়া করার আহ্বান জানান শেখ হাসিনা।হজে গিয়ে হাজিদের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, যারা যাবেন হজে, অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন আছে, সেগুলো মেনে চলতে হবে।
আপনার নিজের ইবাদত বন্দেগি যেমন করা, আবার দেশের মান সম্মান রক্ষা করা- এটাও কিন্তু সবার কর্তব্য। সে কথাটা আপনারা মাথায় রাখবেন।
শান্তির ধর্ম ইসলামের সম্মান বজায় রাখার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্ম অত্যন্ত শান্তির ধর্ম, পবিত্র ধর্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। কাজেই এ ধর্মের সম্মান বজায় রাখা আমাদের সবার কর্তব্য।
হজ ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে ই-হজ ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
যার ফলে আগে যেমন হাজিদের কষ্ট হতো, এখন আর সেই কষ্ট হয় না।
সেই কষ্টটা আমরা দূর করতে পেরেছি।ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
আরসিএন ২৪ বিডি / ৩ জুন ২০২২
- মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন
- ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
- তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে
- রংপুরে গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে
- মিঠাপুকুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত
Average Rating