January 20, 2025
আজ আওয়ামীলীগের সম্পাদকমণ্ডলীর সভা

আজ আওয়ামীলীগের সম্পাদকমণ্ডলীর সভা

Read Time:4 Minute, 38 Second

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের যৌথসভা হবে।

আজ মঙ্গলবার (১০ মে ) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর সভায় দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন নিয়ে সভায় আলোচনা হবে। প্রতিটা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের সম্মেলন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সংগঠনের সম্মেলন করতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের দিনক্ষণ ঠিক করারও নির্দেশনা দেওয়া হবে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটা সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে আলাদা করে সংগঠনের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। যেসব জেলা, উপজেলা, থানার মেয়াদোত্তীর্ণ কমিটি এখনো সম্মেলন করা হয়নি সেগুলো দ্রুত শেষ করতে তাগিদ দেওয়া হবে।

আরো জানা গেছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। গত দুই বছর দলের প্রতিষ্ঠাবার্ষিকী করোনার কারণে ভালোভাবে পালন করতে না পারায় এবার দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালন করবে ক্ষমতাসীনরা। এজন্য কর্মপরিকল্পনা ঠিক করে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।

যেসব পদধারী নেতাকর্মী দলের নির্দেশনা অমান্য করে বিদ্রোহীপ্রার্থী হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তাদেরকে বাদ দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করার নির্দেশনা দেবে আওয়ামী লীগ।

এ বিষয়ে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগই একমাত্র গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দলের মধ্যে নিয়মিত রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজ করে থাকে। গত শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা ডিসেম্বর মাসের আগে সহযোগী সংগঠনের সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মতোই এবারও এক মঞ্চে সব সহযোগী সংগঠনের সম্মেলন হতে পারে। মূলত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ কর্মপরিকল্পনা ও কৌশল করে মাঠে নামছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। এই সভা আওয়ামী লীগের নিয়মিত রুটিন ওয়ার্কের একটা অংশ। আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে সম্পাদকমণ্ডলীর সভায়।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ হবে কি-না জানতে চাইলে বাহাউদ্দীন নাছিম বলেন, সম্পাদকমণ্ডলীর সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। কিন্তু সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে কি না নির্দিষ্ট করে বলা যাবে না।

আরসিএন ২৪ বিডি / ১০৫২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জ্বালানি তেলের দাম আবার বাড়ছে Previous post দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকটের সম্ভাবনা নেই
ঘুরতে গিয়ে ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা Next post ঘুরতে গিয়ে ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা