ইউপি ভোটে আওয়ামী লীগের প্রার্থী যারা
আগামী ১৫ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ মে ) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আমজাদ হোসেন, পলাশবাড়ীতে মো. খায়রুল ইসলাম, নীলফামারীর সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে প্রশান্ত রায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে মো. রাবিউল হক, কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে মো. আসাদুজ্জামান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে মো. নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মো. মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার,
সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে মো. মঞ্জুরুল হক, বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নে মো. বদরুজ্জামান খান, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে মো. মোফাজ্জল হোসেন মন্ডল, সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নে মো. তাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে মো. বেনাউল ইসলাম,
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে মো. জহুরুল হাসান, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে মো. লুৎফর রহমান, রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ইউনিয়নে মো. মতিউর রহমান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মো. বোরহান উদ্দীন আহাম্মেদ, পিরোজপুরে মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শ্যামপুরে বীর মুক্তিযোদ্ধা মো. রব বিশ্বাস, বারাদিতে মো. মোমিনুল ইসলাম চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে মো. কবির হোসে জোয়ার্দ্দার, পাগলাকানাইতে মো. আসাদুজ্জামান, বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে আ. রাজ্জাক, ছোটবগীতে মো. তৌফিক উজ্জামান, কড়ইবাড়িয়ায় মো. ইব্রাহীম, বড়বগীতে মো. আলমগীর মিঞা, নিশানবাড়িয়ায় মো. বাচ্চু মিয়া, সোনাকাটাতে মো. সুলতান ফরাজী, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে মো. সালাউদ্দিন মাহমুদ, পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে সৈয়দ মোহাম্মদ মোহসিন, কালিকাপুরে সালমা জাহান
, ইটবাড়িয়ায় মো. মোজাম্মেল হক মৌকরণে এ কে এম বশির আহম্মেদ, লাউকাঠীতে আশিষ কুমার চক্রবর্ত্তী, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মো. আনছার উদ্দিন মোল্লা, ধুলাসারে মো. মোদাচ্ছের হাওলাদার, দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে মো. নাজির সরদার, ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে সহি ছরওয়ার (ভুট্টু তালুকদার), হাজিপুরে মো. হামিদুর রহমান,
মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে মো. আজমত উল্যা, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আকতার হোসেন, রমাগঞ্জে গোলাম মোস্তফা, বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে এ কে এম জসীম উদ্দিন, হিজলা-গৌরব্দী ইউনিয়নে মো. নজরুল ইসলাম মিলন,
মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে মো. আ. জব্বার খান, চরএক্করিয়ায় আবদুল মকিম তালুকদার, গোবিন্দপুরে মো. আমিরুল ইসলাম বেলাল, আন্দারমানিকে মো. আলাউদ্দিন কবিরাজ, জয়নগরে মো. সেকান্দার আলী জাফর, লতায় মো. মিজানুর রহমান,
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলাবাড়ি দোবড়া ইউনিয়নে মো. ওয়ালী উল্লাহ, কলারদোয়ানিয়ায় মো. কবির হোসেন, ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে শেখ সাবের আহম্মেদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২
- ঘন কুয়াশা ও ঠান্ডায় নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত
ঘন কুয়াশা আর কনকনে শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে নীলফামারীতে। সারাদিন সূর্যের মুখ দেখা না যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে।
ভোর রাত থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে কমছে না শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষজন।
এদিকে শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী ও গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো বিপাকে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের নিয়ে বিপদে পড়েছেন পরিবারের সদস্যরা। শীত নিবারণে অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে।
কুয়াশার জন্য স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানায়, আজ নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রী সেলসিয়াস।
- তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস!
পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের মাত্রা। বছরের শুরুর দিনেই কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমালয় অঞ্চলের বিভিন্ন জেলাসহ তেঁতুলিয়া উপজেলা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা নিশ্চিত করে জানায়, বছরের শুরুতে আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
রনচন্ডি ডেমগঞ্জ এলাকার ইউসুব আলী ও জলিল জানায়, কুয়াশার কারণে মরিচ গাছগুলো নেতিয়ে যাচ্ছে। ভালো ফলন পেতে হলে কুয়াশা দূরীকরণ স্প্রে করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস জানায়, বেশি কুয়াশার ফলে মরিচ গাছে মাজরা পোকা আক্রমণ করে। রোদ না ওঠার কারণে পাতাগুলো সংকুচিত হয়ে যাওয়ায় এতে মাজরা পোকা বাসা তৈরি করে। এ থেকে রেহাই পেতে হলে কুয়াশা দূরীকরণ স্প্রে করতে হবে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৩১ ডিসেম্বর ৯টায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।
- পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলনকে গ্রেপ্তার
রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা সদরের সালাফিয়া মাদ্রাসা সংলগ্ন মোঃ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।
জানা যায়, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন পালিয়ে ছিলেন। এই সময় সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়। পরে তিনি আবারও গা-ঢাকা দেয়।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর পালাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
এই বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
- ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার
নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার টুনিরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আনোয়ারুল হক সরকার মিন্টু ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেহেদি হাসান সিয়াম উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যানের ভাগনে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটককৃত দুইজন ডিমলা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আজ (বৃহস্পতিবার) সকালে তাঁদের নীলফামারী আদালতে সোপর্দ করা হবে।
- সাদুল্লাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহিল কবীর ফারুককে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সদর থানা পুলিশ রবিবার (২২ ডিসেম্বর) ভোরে গাইবান্ধা পৌরসভার পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।
এই ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম তালুকদার জানায়, গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা-ভাংচুর ও আগুনের ঘটনায় জড়িত শহিদুল্যাহিল কবীর ফারুক। গোপন খবরে অভিযান চালিয়ে রবিবার (২২ ডিসেম্বর) ভোরে তাকে জেলা শহরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
তিনি জানায়, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Average Rating