January 20, 2025
জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে যদি তারা সুযোগ পায়: রংপুরে মোজাম্মেল হক

জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে যদি তারা সুযোগ পায়: রংপুরে মোজাম্মেল হক

Read Time:4 Minute, 47 Second

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াতে ইসলামী সময় সুযোগ পেলে তাদের আসল চেহারা উন্মোচিত হয়, স্বমূর্তিতে আবির্ভূত হবে এটাই স্বাভাবিক। এটা মেনেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি জানান, একাত্তর সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী তারা স্যালেন্ডার করে বাংলাদেশ ছেড়ে চলে যায়। তাদের যারা সহযোগী ছিল রাজাকার, আল-বদর, আল-সামস এবং যে জামায়াতে ইসলামী সেই সময় দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা সকলে কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। তারা এখনো আছে আমাদের আশেপাশে আছে আমাদের সঙ্গে আছে মিলেমিশে আছে। কাজেই তারা সময় সুযোগ পেলে তাদের আসল চেহারা উন্মোচিত করবে, স্বমূর্তিতে আবির্ভূত হবে এটাই স্বাভাবিক।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেখানে তিনি ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী মোজাম্মেল হক জানা, নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করা ও মিথ্যাচার করাই স্বাধীনতার বিপক্ষের শক্তির মূল কাজ। তারা তথ্য প্রযুক্তির ব্যবহারের করে অপপ্রচার ও মিথ্যাচার করছে। আমরা বিশ্বাস করি যত অপপ্রচার করুক স্বাধীনতার স্বপক্ষের শক্তি তাতে কোনো ভাবেই বিভ্রান্ত হবে না। বাধাকে অতিক্রম করে চলাটাই হচ্ছে সফলতা।

তিনি আরও জানান, স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন আর বঙ্গবন্ধুর সাড়ে ৩ বছর ও তার উত্তরাধিকার ১৯ বছর মিলে মোট সাড়ে ২২ বছর ক্ষমতায়। আমাদের সাড়ে ২২ বছরের সাথে তাদের ২৯ বছর তুলনা করলে, মানুষ বুঝবে যে তারা ক্ষমতায় থেকে এই দেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, আমাদের ভাগ্য ভালো বঙ্গবন্ধুর রক্তের ছিটেফোটা ছিল বলেই তাকে কেন্দ্র করে বাংলার মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছি। এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের জন্য তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে।

বিএনপির আন্দোলন ও সহিংতার হুমকি প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ওনারা (বিএনপি) তো বলেছিল ১০ জানুয়ারি বঙ্গভবনে বসবে, গণভবনে মা-ছেলে বসবে। কত কথাই তো বলেছেন তারা। কথায় আছে না পাগলে কিনা বলে‌…। চেষ্টা তারা করছে কিন্তু হালে পানি পড়ছে না।

এর আগে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, মেট্রোপলিটন কমিশনার মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক হোসেন বাবলুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার Previous post রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার
কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ Next post কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ