September 13, 2024
নির্বাচন কোন পদ্ধতি‌তে হবে সেটার দায়িত্ব ইসির: জিএম কা‌দের

নির্বাচন কোন পদ্ধতি‌তে হবে সেটার দায়িত্ব ইসির: জিএম কা‌দের

Read Time:4 Minute, 0 Second

কোন পদ্ধতি‌তে নির্বাচন হ‌বে তা নি‌য়ে প্রধানমন্ত্রীর বক্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তি‌নি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে আ.লীগের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এ। নির্বাচন কোন পদ্ধতি‌তে হবে তা নির্ধারণের দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের। নির্বাচনে পদ্ধতিগত কোন পরিবর্তন আনতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মতামত নেবে এটাই স্বাভাবিক।

সোমবার (৯ মে) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব মহিলা পার্টির সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচন হবে ইভিএম-এ, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেই আলোচনা ঐ সভায় কতটা প্রাসঙ্গিক এই প্রশ্নও তো‌লেন বি‌রোধী দ‌লের এই উপ‌নেতা।জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নিরক্ষরতার জন্য আমাদের দেশে এখনো প্রার্থীর নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়। এমন বাস্তবতায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ কতটা যৌক্তিক তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।

দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানকে এমনভাবে কাটাকাটি করেছে তাতে গণতন্ত্র চর্চা সম্ভব নয় মন্তব‌্য ক‌রে জিএম কা‌দের ব‌লেন, দেশে সাংবিধানিক এক নায়কতন্ত্র চলছে।

ফলে সরকারের কোনক্ষেত্রেই জবাবদিহিতা নেই বললেই চলে। জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানার সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ‌্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, মাসরুর মওলা, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু।

যুব মহিলা পার্টির মধ্যে উপস্থিত ছিলেন ইলোরা ইয়াসমিন, কানিজ আফরোজা রসুল, নাহার ইতি, আফসানা ইয়াসমিন শান্তনু, তাছলিমা আক্তার, সীমানা আফরোজ পুতুল, তাহসিন রুবাইয়াত, রাবেয়া আক্তার মলি, তাসলিমা রহমান জুঁই, শাবনুর আক্তার, নূরুন্নাহার বেবী, আয়েশা আক্তার স্বর্ণা, মণি সরকার, রোজি, রোজিনা, সায়েকা হক, লুৎফুন্নাহার।

আরসিএন ২৪ বিডি / ১০৫২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু Previous post বিরামপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত
জ্বালানি তেলের দাম আবার বাড়ছে Next post দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকটের সম্ভাবনা নেই