March 23, 2023
বিএনপির সাথে সময়মতো খেলা হবে- ওবায়দুল কাদের

বিএনপির সাথে সময়মতো খেলা হবে- ওবায়দুল কাদের

Read Time:2 Minute, 34 Second

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে।

আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।’ এ জন্য বিএনপিকে প্রস্তুতি নিতে বলেন তিনি।

আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছেন মন্তব্য করে তিনি বলেন, তার সৎ সাহস নেই দেশে এসে রাজনীতি করার। তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল, কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। তাই আন্দোলনে কোনো জনগণ তাদের সঙ্গে নেই। আছে শুধু তাদের নেতা-কর্মী।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যে রাজনীতি করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না, শেখ হাসিনার কর্মী হতে পারে না। তাই দলীয় নেতা-কর্মীদের মানুষের পাশে থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভিত্তি এতটা দুর্বল নয়। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন। আজ রংপুর বিভাগের ৯টি জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আরসিএন ২৪ বিডি. কম / ১৫ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার Previous post রংপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার
ডোমারে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু Next post ডোমারে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু