September 13, 2024
সংসদে মসিউর রহমান রাঙ্গার হুমকি-ধমকিতে ‘আতঙ্কিত’

সংসদে মসিউর রহমান রাঙ্গার হুমকি-ধমকিতে ‘আতঙ্কিত’

Read Time:2 Minute, 18 Second

ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যদের হুমকি-ধমকিতে ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

বুধবার (২৯ জুন ) জাতীয় সংসদে অর্থ বিল পাসের আলোচনায় হারুন এ কথা বলেন। এর আগে হারুনের সাথে বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের বিতর্ক হয়। একপর্যায়ে মসিউর বলেন, তিনি হারুনকে বক্তব্য দেওয়ার সময় বাধা দেবেন।

অর্থ বিল পাসের আলোচনায় হারুন অভিযোগ করেন, তাঁদের যথেষ্ট সময় দেওয়া হয় না। বন্যা, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েও বিএনপি সময় পায়নি। তিনি বলেন, বিশেষ অধিকারের নোটিশ আলোচনার জন্য তাঁকে ২ মিনিটে বক্তব্য শেষ করতে সতর্ক করেন স্পিকার।

আগের দিন ক্ষমতাসীদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বক্তব্যের প্রসঙ্গ টেনে হারুন বলেন, ‘আমরা মাত্র কয়েকজন সদস্য। আমরা কথা বলতে গেলে এতে যদি আপত্তি ও বাধা থাকে, তাহলে বলেন, আমরা সংসদ ছেড়ে চলে যাই।’

হারুনের অভিযোগের জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এক মিনিট কেন, আপনাকে চার মিনিট সময় দেওয়া হয়েছে। কথা বলার সময় খেয়াল থাকে না। আপনাদের প্রাপ্য সময়ের তুলনায় বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করি।’

এরপর বিলের আলোচনায় অংশ নিয়ে মসিউর রহমান স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একজন বিরোধীদলীয় সদস্য আপনাকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। অন্য কোনো স্পিকার হলে তাঁর মাইকই বন্ধ করে দিতেন।’

আরসিএন ২৪ বিডি / ৩০ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মন ভালো না থাকার কারণ জানাতে হবে সেই শিক্ষার্থীকে Previous post মন ভালো না থাকার কারণ জানাতে হবে সেই শিক্ষার্থীকে
সৌদি আরবে ঈদ ৯ জুলাই Next post সৌদি আরবে ঈদ ৯ জুলাই