March 23, 2023
দাওয়াত খেয়ে হাসপাতালে মাদরাসার ১৯ ছাত্রী

দাওয়াত খেয়ে হাসপাতালে মাদরাসার ১৯ ছাত্রী

Read Time:2 Minute, 33 Second

রাজশাহীর গোদাগাড়ীতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাদরাসা ১৯ ছাত্রী। তাদের গোদাগাড়ী উপজেলা ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) বিকেলের দিকে পৌর এলাকার বুজরুকরাজারামপুর এলাকায় ভাড়া বাড়িতে অবস্থিত মাদরাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদরাসার ১৯ জন ছাত্রীর পেট ব্যাথা দেখা দেয়। ব্যাথায় কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।

অসুস্থ ছাত্রীরা হচ্ছে, তান্নি (৯), মীম (৮), ইশিতা (৮), লামিয়া (৯), লামিয়া ৭), হাসি (১২), তহুরা (১১), ফোরকান (১১), কুলসুম (১০), আমেনা (১১), তাসলিমা (১০), ইমা (১১), শারমিন (১২), খাতিজা (৬), সাহেহা (৭), সুমাইয়া (৫), নাহিদা (১১), শারমিন (১১), ইসরাত (১০)।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতলের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম জানান। ছাত্রীরা আবাসিকভাবে হিফজুল কোরআন (হাফেজিয়া) শিক্ষা গ্রহণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার স্থানীয় একজনের বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে মাদরাসার ১৯ জন ছাত্রী পেটের পিড়া দেখা দিলে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। খাবারে বিষক্রিয়া হওয়ায় ছাত্রীদের বমি ও পেটের পীড়া দেখা দেয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলছে। কী কারণে অসুস্থ হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

আরসিএন ২৪ বিডি. কম / ২৬ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে দুই যুবকের মরদেহ উদ্ধার Previous post পঞ্চগড়ে দুই যুবকের মরদেহ উদ্ধার
বাসা ভাড়ার কথা বলে খুন করা হয় সাংবাদিককে Next post বাসা ভাড়ার কথা বলে খুন করা হয় সাংবাদিককে