November 6, 2024
প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারালো ২ তরুণ

প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারালো ২ তরুণ

Read Time:2 Minute, 39 Second

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুলাভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক জন।

গতকাল শুক্রবার (১৩ মে) রাতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে মানিক মিয়ার ছেলে জিসান তার দুই বন্ধুকে সঙ্গে করে ওই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৩টার দিকে তিন বন্ধু টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান (১৯) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে। এ ঘটনায় অপর বন্ধু জাহিদ হাসান (১৬) আহত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

টঙ্গীবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, গভীর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে তিন যুবক তাদের ভগ্নিপতির গাড়ি নিয়ে পাশের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছ থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় এলাকাবাসীর সহায়তায় তিনজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে ভর্তি রয়েছে।

আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২

  • দিনাজপুরে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    দিনাজপুর জেলার বীরগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাই মোঃ আলম (৩৮) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    গতকাল সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলম সদর উপজেলার মরিচা ইউনিয়নের ইউনিয়ন খামার খড়িকাদম গ্রামের আব্দুর রউফ এর ছেলে।

    স্থানীয় বাসিন্দারা জানায়, ডাবরা জিনেশ্বরী এলাকার আব্দুল গফুরের মেয়ে মোছাঃ শিল্পী আক্তার (৩০) এর সঙ্গে বিয়ে হয় মরিচা খামার খড়ি কাদাম গ্রামের বাসিন্দা আলমের সাথে। বিয়ে পর স্ত্রী -সন্তান নিয়ে সুখে সংসার করেন তারা। আলম নেশাগ্রস্ত হয়ে পড়লে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে শিল্পী ও আলমের মধ্যে। একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেছিল শিল্পী আক্তার। স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরসহ এলাকার গন্যমান্য লোকজনেরা বেশ কয়েকবার পারিবারিক কলহ নিরসনের চেষ্টায় করেন। গত এক মাস পূর্বে আলম ও শিল্পীর ছাড়াছাড়ি হয়।

    আলম স্ত্রীকে ভুলতে না পারে গতকাল সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রীর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে শ্বশুর বাড়ির পাশ্ববর্তী একটি ঝিঙ্গন গাছের সাথে রশির সাহায্য গলায় গামছা বেঁধে আত্মহত্যা করে আলম।

    শ্বশুর বাড়ির লোকরা জানায়, রবিবার সন্ধ্যায় বেড়াতে আসেন আলম। সকালে তার লাশ ঝিঙ্গন গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে আলমের লাশ উদ্ধার করেছে। স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, ‘আলম কি কারণে শ্বশুর বাড়ির পাশ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারছি না।’

    বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, ‘ লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ বীরগঞ্জ থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

  • ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কা একজন নিহত

    দিনাজপুর জেলার ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গত রবিবার (৩ নভেম্বর) রাতে ঘোড়াঘাট পৌর এলাকায় চারমাথা বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক। তিনি বলেন, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর সিমেন্টবাহী ট্রাকের চালক পালিয়ে গেছেন।

    আটকেরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বালুবাহী ট্রাকের চালক রিবুল হোসেন (৩২) এবং তাঁর সহকারী একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ জুয়েল রানা (৩০)।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রবিবার রাত আড়াইটার দিকে একটি বালুবাহী ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এই সময় বগুড়াগামী সিমেন্টবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিমেন্টবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থানেই নিহত হয় সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী।

    ওসি নাজমুল হক জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার চেষ্টা চলছে।

  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন, বিরামপুর পৌর শহরের সারঙ্গপুর এলাকার জিয়ারুল হকের ছেলে রিফাত (১৭) এবং বাদশা (১৬) ইসলামপাড়া গরুহাটি এলাকার ইউনুস আলীর ছেলে বাদশা (১৬)।

    বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, সোমবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় সড়কে ট্রাকটিকে ওখভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • র‍্যাবের হাতে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    রংপুর জেলার গঙ্গাচড়ায় সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। গত শুক্রবার (১ নভেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গত শনিবার (২ নভেম্বর) রাত ১১টায় নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩-এর মিডিয়া উইং কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

    গ্রেপ্তারকৃত স্বাধীন গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মোঃ আনারুল মিয়ার ছেলে।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, ঘটনাস্থান পরিদর্শন করে সিয়ামের লাশের পাশে আকাশি রঙের রক্তাক্ত গেঞ্জি ও উদ্ধারকৃত আলামত এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, ঘটনার রাতে আসামি স্বাধীনকে খালি গায়ে রক্তাক্ত অবস্থায় সিয়ামের বাসার পাশে দেখা গেছে। সিয়ামের লাশের পাশ থেকে উদ্ধার করা রক্তাক্ত গেঞ্জির প্রকৃত মালিক খুঁজতে গিয়ে জানা যায়, উক্ত গেঞ্জিটি স্বাধীনের। উদ্ধারকৃত আলামত ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি ক্যাম্প কর্তৃক তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ও গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া থানাধীন খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে।

    ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্টধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট
    উল্লেখ্য, গত রবিবার আনুমানিক রাত ৯টার পর থেকে সিয়াম নিখোঁজ হয়। পরদিন সোমবার (২৮ অক্টোবর) সকালে লালচাঁদপুর নয়াপাড়া এলাকায় তিস্তা ব্যারেজ প্রকল্পের স্লুইজ গেটের পাশের ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। এই ঘটনায় সিয়ামের বাবা আলতাফ হোসেন গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।

  • তারাগঞ্জে বাস চাপায় এক রিকশাচালকের মৃত্যু

    রংপুর জেলার তারাগঞ্জে বাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ নভেম্বর) বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বামনদীঘি বাসস্ট্যান্ডে বাস চাপায় রেজাউল করিম নামের এক রিকশাচালক মারা গেছেন। বাস জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বেলা ১১টার দিকে ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডে রেজাউল করিম রিকশা নিয়ে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মোন্না পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়ক ছিটকে পড়লে মাথা ও পা গাড়ির চাকায় পিষ্ট হয়ে রেজাউল মারা যান। স্থানীয় জনতা বাস আটক করে পুলিশে দেয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জন্মদিনের পরদিনই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Previous post জন্মদিনের পরদিনই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজ দেখুন এফএ কাপ ফাইনাল Next post আজ দেখুন এফএ কাপ ফাইনাল