June 2, 2023
পাটগ্রামে বন্ধুকে হত্যা করলো বন্ধু

ফরিদপুর জেলায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

Read Time:2 Minute, 9 Second

ফরিদপুর জেলায় মাদক মামলায় মো. নুরুজ্জামান মোল্লা (৩৮) নামে একজন ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

রায় ঘোষণাকালে আসামি নুরুজ্জামান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা গিয়েছে, গত ২০১৫ সালের মার্চ মাসের ২০ রাতে ফরিদপুর শহরে টহল ডিউটি করছিল র্যাব-৮ এর একটি দল। রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার পুরাতন পাসপোর্ট অফিসের মোড় হতে মো. নুরুজ্জামান মোল্লাকে মোট একশত চল্লিশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

পরবতীতে র্যাব-৮ ফরিদপুরের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে মোঃ নুরুজ্জামান মোল্লাকে একমাত্র আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অনুসারে কোতোয়ালি থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সানোয়ার হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, মোঃ নুরুজ্জামান মোল্লার ওপর আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় ৩ জন গ্রেপ্তার Previous post নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মধ্যে সংঘর্ষ
রংপুরে উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বারক ভাস্কর্য Next post রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বারক ভাস্কর্য