December 13, 2024
নাটোরে ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‍্যাব

নাটোরে ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‍্যাব

Read Time:3 Minute, 46 Second

নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে (৩১) গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল রবিবার দুপুর বারোটার দিকে লালপুর থানাধীন গোপালপুর দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। মোঃ মিজানুর রহমান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর দক্ষিণপাড়া এলাকার মৃত আফছার সরদারের পুত্র।

র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৯ জুলাই র‍্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে লালপুর থানাধীন গোপালপুর দাইড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান হতে নাটোর জেলার সদর থানার ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

প্রায় আট মাস পূর্বে ভিকটিমের সাথে মিজানুর রহমানের সাথে ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর হতেই আসামি ও ভিকটিম ফেসবুক ম্যাসেঞ্জারে কথাবার্তা বলতে থাকে। মোঃ মিজানুর রহমান বিভিন্ন সময় তার ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব-ইন্সপেক্টরের পরিচয় দিত। কথাবার্তা চলাকালে আসামি কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে ও একপর্যায়ে আসামী ভিকটিমকে কুপ্রস্তাব দেয়। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে আসামীর নিকট থাকা ভিকটিমের গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মোঃ মিজানুর রহমান গত বছরের ডিসেম্বরে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ১,২০,০০০ টাকা হাতিয়ে নেয়। আসামী গোপন ছবি ফেরত দেয়ার কথা বলে গত ১২ মে ভিকটিমের বাড়িতে আসে। বাড়ীতে কেউ না থাকায় আসামী মোঃ মিজানুর রহমান কৌশলে ভিকটিমের শোয়ার ঘরে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ভিকটিমকে ধর্ষণ করে এবং ভিকটিমের নিকট হতে ৫,০০০ টাকা নিয়ে চলে যায়।

পরবর্তীতে বিভিন্ন সময়ে মিজানুর ভিকটিম এর কাছ থেকে আরো কয়েক দফায় ১৩,০০০ টাকা নিয়ে যায়। এরপরও আসামী ভিকটিমের নিকট হতে বিভিন্ন সময় টাকা দাবী করতে থাকে। উক্ত বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

ভিকটিমের এজাহার দায়ের করার পর হতে আসামী মোঃ মিজানুর রহমান গ্রেফতার এড়ানোর জন্য প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ধর্ষণ ও প্রতারণা পূর্বক ছদ্মবেশ ধারণ করে মিথ্যা তথ্য প্রেরণ করে মানহানিকর তথ্য প্রকাশ করা মামলার গ্রেফতারকৃত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দেশে করোনায় আবারো একজনের মৃত্যু Previous post গত ২৪ ঘণ্টায় আরো ৬১ জনের শরীরে করোনা শনাক্ত
রংপুরে ৪র্থ দিনের অভিযানে দেশী অস্ত্র উদ্ধার গ্রেফতার-৫৬ Next post রংপুরে ৪র্থ দিনের অভিযানে দেশী অস্ত্র উদ্ধার গ্রেফতার-৫৬