September 22, 2023
কুড়িগ্রাম ও লালমনিরহাটে হবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়

কুড়িগ্রাম ও লালমনিরহাটে হবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়

Read Time:4 Minute, 18 Second

কুড়িগ্রাম ও লালমনিরহাটে হবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়। অনুসন্ধান ও তদন্ত কাজের গতি বাড়াতে দেশের আরও ১২টি জেলা ও সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে এসব কার্যালয় উদ্বোধন হবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।

উদ্বোধন হতে যাওয়া জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ ও কিশোরগঞ্জে হবে জেলা কার্যালয়। বাকি ১০টি জেলায় হবে সমন্বিত জেলা কার্যালয়। সেগুলো হলো- নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), জামালপুর (জামালপুর ও শেরপুর),

নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি)।

ইতিমধ্যে কার্যক্রম শুরু করতে যাওয়া ১২ জেলায় নিয়োগ, বদলি ও পদায়নের কাজও সম্পন্ন করেছে সংস্থাটি।

নতুন কার্যালয়ের কার্যক্রম শুরুর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দুদক কমিশনার(তদন্ত) জহুরুল হক বলেছিলেন, নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হলে দুদকের কাজের গতি বাড়বে। অনুসন্ধান ও তদন্ত কাজের উল্লেখযোগ্য পরিবর্তন হবে।

এদিকে চলতি বছরে ২১ এপ্রিল ১৪৪ জন উপসহকারী পরিচালক এবং ২ জুন ১৩০ জন সহকারী পরিচালকসহ মোট ২৭৪ জনকে নিয়োগ দেয় সংস্থাটি। বড় এই নিয়োগের ফলে দুর্নীতি প্রতিরোধী সংস্থাটি যে জনবল সংকটে ভুগছিল সেই সমস্যার সমাধান হবে বলেও মনে করেন দুদকের এই কমিশনার।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে কক্সবাজার ও বান্দরবান জেলার সমন্বয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় এবং ৩০ মার্চ মাদারীপুর ও শরীয়তপুরকে নিয়ে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু করে দুদক। নতুন ১২টি যোগ হলে ৩৬ জেলা সমন্বিত কার্যালয়ে চলবে দুদকের কাজ, যা আগে ২২ জেলায় সীমাবদ্ধ ছিল।

দুদকের প্রধান কার্যালয় ছাড়াও বর্তমানে চালু থাকা ২২টি কার্যালয় হলো-ঢাকা-১ মেট্রোপলিটন (ঢাকা মহানগর), ঢাকা-২ (ঢাকা মহানগরের বাইরে পাঁচ থানা ও মানিকগঞ্জ), ফরিদপুর (ফরিদপুর ও রাজবাড়ী), ময়মনসিংহ (ময়মনসিংহ ও নেত্রকোনা),

টাঙ্গাইল, রাজশাহী (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর), পাবনা (পাবনা ও সিরাজগঞ্জ), বগুড়া, রংপুর (রংপুর ও গাইবান্ধা), দিনাজপুর, চট্টগ্রাম মেট্রোপলিটন (চট্টগ্রাম মহানগর), চট্টগ্রাম (চট্টগ্রাম মহানগরের বাইরের উপজেলাসমূহ), রাঙামাটি (রাঙামাটি ও খাগড়াছড়ি),

কুমিল্লা (কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া), নোয়াখালী (নোয়াখালী ও ফেনী), খুলনা, যশোর (যশোর ও নড়াইল), কুষ্টিয়া (কুষ্টিয়া ও মেহেরপুর), বরিশাল (বরিশাল ও ভোলা), পটুয়াখালী (পটুয়াখালী ও বরগুনা), সিলেট (সিলেট ও সুনামগঞ্জ) এবং হবিগঞ্জ (হবিগঞ্জ ও মৌলভীবাজার)।

আরসিএন ২৪ বিডি / ২০ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডালিয়া তিস্তা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু Previous post তিস্তার পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপরে
গাইবান্ধার দুটি নদীর পানি বিপৎসীমার উপরে Next post গাইবান্ধার দুটি নদীর পানি বিপৎসীমার উপরে