
গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে পুড়ে মরলো ৪ গরু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরুর মৃত্যু হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় সাতাইল গ্রামের মৃত আজগর আলীর ২ ছেলে প্রতিদিনের মতো শুক্রবারও গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে রাখেন। হঠাৎ করে রাতে গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এলেও ৪টি গরু পুড়ে মারা যায়। এতে তাদের দুজনের প্রায় ৪ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়।
এ বিষয়ে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি পরিদর্শন করা হয়েছে। আমরা চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহযোগিতা করার।
আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২
- নীলফামারীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলফামারী জেলার ডোমারে মোঃ মতিউর রহমান(১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ মতিউর রহমান সোনারায় টংবান্ধা এলাকার মোঃ ইসমাইল হোসেনর পুত্র।
আজ রবিবার বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকার নিহত মতিউরের নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের কাছে জানা যায়, মতিউরের বাবা ও মা নরসিংদীতে কাজ করেন। মতিউর তার ভাই ও বোনরা টংবান্ধায় থাকেন। রাতে সে খাবার খেয়ে তার নিজের ঘড়ে গিয়ে শুয়ে পড়ে। রাতদিন বৃষ্টি হওয়ায় বাড়ীর সকলেই দেরি করে ঘুম থেকে উঠে। তার বড়বোন মোছাঃ মর্জিনা আক্তার নাস্তা তৈরি করে তাকে ডাকতে গেলে ঘড় থেকে কোন শব্দ না পেয়ে জানালা দিয়ে তার বোন উকি মেরে দেখে তার ছোট ভাই ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উন নবী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলার মর্গে প্রেরন করা হবে। ময়নাতদন্তের রিপোট হাতে আসলেই প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।
- দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ
দেবীগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে মোঃ আবুল কালাম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় স্লুইসগেটের পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মোঃ আবুল কালাম। নিখোঁজ আবুল কালাম ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নিখোঁজ কালাম। গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় এবং স্লুইসগেট এলাকায় দল বেঁধে মাছ ধরে মানুষ।
মোঃ আবুল কালাম আনুমানিক রাত ৩টায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকলের ধারণা করছে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় সে। পরে ভোর ৬টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। এখনও পাওয়া যায় নি।
উদ্ধার অভিযান সম্পর্কে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব ভূঁঞা জানান, দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
- ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ সফল করতে জেলার অন্যান্য উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ।তাই তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু এই সরকার তাকে অবৈধভাবে বন্দি করেছে। বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে তার দায় এই সরকারকে নিতে হবে।
এই সময় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দাবি করেন উপস্থিত বক্তারা।
- চিরিরবন্দরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু
বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দরে বজ্রপাতে মোঃ রশিদুল ইসলাম বাবু নামে ১ জনের মৃত্যু হয়েছে।নিহত রশিদুল চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীর সাহাপুর গ্রামের ঝাড়পুকুর পাড়ার মোখলেছার রহমানের ছেলে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীর সাহাপুর গ্রামের ঝাড়পুকুর নামক স্থানে এই বজ্রপাতের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রবিবার সকাল ৯টার দিকে রশিদুল ইসলাম বাবু বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ ধরতে যায়। ওই সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাপাতে ঘটনাস্থানেই রশিদুল ইসলাম বাবু নিহত হন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বজ্রপাতে নিহত মোঃ রশিদুল ইসলাম বাবুর পরিবারকে এককালীন ১০,০০০ টাকা সহায়তা প্রদান করেন।
- তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে
গত কয়েক দিনের ভারি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তা চরের নিম্ন অঞ্চলের মানুষ আরেকবার বন্যা হবার আশঙ্কা করছেন।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৭ সেন্টিমিটার, যা বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)। এর আগে সকাল ৯ টা থেকে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদিন ইসলাম জানান, সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দেয়া হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে আবারও পানিতে তলিয়ে টইটুম্বুর। পানি বৃদ্ধির ফলে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। রাস্তায় পানি উঠায় চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, পাটিকাপাড়া, সিন্দুর্না, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, নোহালী, শৈইলমারী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলের কিছু কিছু ঘরবাড়িতে পানি ওঠতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় রাস্তা ডুবে গিয়ে চলাচলের সমস্যা দেখা দিয়েছে।
হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ জানা, ভারি বৃষ্টিপাতের কারণে চর এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে গিয়েছে। চরের লোকজনের খোঁজখবর নেওয়া হচ্ছে।
Average Rating