
জার্মান জামাইয়ে মুগ্ধ লালমনিরহাটবাসী
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুদূর জার্মানি থেকে লালমনিরহাটে ছুটে এসেছেন প্যাট্রিক-ইভা দম্পতি।
প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করতে পেরে দারুন খুশি ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় এই দম্পতি।
জানা গেছে, জার্মান নাগরিক ড. প্যাট্রিক মুলার ও বাংলাদেশের মৌসুমি আক্তার ইভার দাম্পত্য জীবনের শুরুটা সিনেমার গল্পের মতোই।
২০১৬ সালে উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে যান ইভা। সেখানে গিয়ে পড়াশুনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি নেন। ওই সময় রেস্টুরেন্টে আসা-যাওয়া ছিল অর্থনীতিতে পিএইচডি করা ড. প্যাট্রিক মুলারের। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবে ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। ছয় মাস প্রেমের পর ইভা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন প্যাট্রিককে। বিয়ের এক বছরের মাথায় তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্রসন্তান ইউহান।
এদিকে দীর্ঘ ৪ বছরের সংসার জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হন প্যাট্রিক। পরে ইভার পরিবারকে নিয়ে ঈদ করার ইচ্ছা পোষণ করেন। বিষয়টি ইভা তার পরিবারকে জানায়। পরে ২৯ এপ্রিল জার্মান জামাই শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ধুমধাম করে তাদের বরণ করেন লালমনিরহাট শহরের স্টেডিয়াম পাড়ার মানুষ।
এদিকে প্রথমবার বিদেশি জামাই আসায় শ্বশুরবাড়িতে রান্না করা হয়েছে চাইনিজ খাবার। কিন্তু জার্মান জামাইয়ের আবদার তিনি বাঙালি খাবারের স্বাদ নেবেন। তাইতো জামাইয়ের আবদার মেটাতে টেবিলে মাছ-মাংসসহ নানা ধরনের খাবারের পসরা সাজানো হয়। জামাইও চামচ ব্যবহার না করে হাত দিয়ে খাবারের স্বাদ নিয়েছেন। এসব দেখে মুগ্ধ ইভার পরিবার।
শুধু তাই নয়, ঈদের পরের দিন আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের একটি গ্রামে যান। সেখানে তিনি গ্রামের মানুষদের সঙ্গে ধান কেটেছেন ও মাড়াই করেছেন। পুকুরে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি বাইসাইকেল চালিয়েছেন, খেয়েছেন পান। স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামীণ পরিবেশে বাংলা গানের শুটিংও করেছেন।
প্রায় ১৫ দিনের সফর শেষে লালমনিরহাট থেকে জার্মানি ফিরে যান প্যাট্রিক-ইভা দম্পতি। তাদের বিদায়বেলা সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় কেঁদেছেন প্যাট্রিক, কাঁদিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনসহ এলাকাবাসীকে।
মৌসুমি আক্তার ইভা বলেন, প্যাট্রিক খ্রিষ্টান হলেও আমার কোনো সমস্যা নেই। আমরা নিজ নিজ ধর্ম পালন করি। সে একজন ভালো মনের মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি।
ড. প্যাট্রিক মুলার মুসলিম হবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে যার ধর্ম পালন করি। তাকে ধর্ম পরিবর্তনের জন্য কোনো চাপ প্রয়োগ করতে চাই না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২
- ডোমারে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা
নীলফামারী জেলার ডোমারে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোঃ মোস্তাকিন ইসলাম ফরিদ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ডোমার উপজেলার মতিবাজার এলাকা হতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ওই তরুণ ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা গ্রামের বাসিন্দা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উন নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ ভুক্তভোগী বাড়ির পার্শ্বে ভুট্টাখেতে পাতা ছিঁড়তে যায়। সেখানে প্রতিবেশী মোঃ মোস্তাকিন ইসলাম ফরিদ (২০) তাঁকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও লোকলজ্জার গোপন রাখে। পরিবারের লোকজন শারীরিক পরিবর্তন দেখে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি জানায়। বিষয়টি প্রকাশের পর অভিযুক্ত ফরিদ বাড়ি থেকে পালিয়ে যান।
স্থানীয়ভাবে জানা জানির পর ভুক্তভোগীর চাচা গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাদী হয়ে মোঃ মোস্তাকিন ইসলাম ফরিদের নাম উল্লেখ করে ডোমার থানায় ১টি এজাহার দায়ের করেন। এজাহারের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে মামলা রুজু হয়। ওই দিনেই এসআই মোঃ রেজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাশের ডোমার উপজেলার মতিবাজার হতে তাঁকে গ্রেপ্তার করে।
- দিনাজপুরে মাদক কারবারি বাড়ি থেকে গাঁজা উদ্ধার
দিনাজপুরে এক মাদক কারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক কারবারিরটের পেয়ে পালিয়ে যায়।
এি ঘটনায় পলাতক মাদক কারবারিকে আসামি করে কোতয়ালি থানায় ১টি মামলা দায়ের করেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ হাসিবুল হাসান।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে ডিএনসি দিনাজপুরের ১টি দল অভিযান চালিয়ে মোট ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান দাম প্রায় ২৩ লাখ টাকা বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পলাতক মাদককারবারি শ্রী কার্তিক রায় (৪২) দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের ভুঁইপাড়া গ্রামের মৃত শুশিল রায়ের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদককারবারি কার্তিক রায় দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজার বড় চালান এনে দিনাজপুরে পাইকারি সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদককারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসি। কিন্তু ডিএনসি সদস্যের উপস্থিতি বুঝতে পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়। এই সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোট ৭৬ কেজি গাঁজা।
- তিস্তায় নিখোঁজের ১৭ দিন পর মিলল লাশ
রংপুর জেলার গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ মোঃ নাইস আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকা হতে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নাইস নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোঃ মোনাব্বের হোসেনের ছেলে। এই নিয়ে তিস্তায় নিখোঁজ ২ জন শিক্ষার্থীর লাশই উদ্ধার হলো। এর আগে নিখোঁজ হওয়ার প্রায় ৩২ ঘণ্টা পর মোঃ মুন্না আহমেদের (১৮) লাশ উদ্ধার করা হয়।
নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তাঁর নানা মোঃ ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। নাইস ও মুন্না এবার HSC পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এই বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল হোসেন রংপুর ক্রাইম নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর সকালে ৬ জন বন্ধু মিলে তিস্তায় গোসল করতে নামে। এই সময় তাঁরা স্রোতে তলিয়ে যেতে থাকলে ১ জন সাঁতরে তীরে উঠলেও বাকি ৫ জন উঠতে ব্যর্থ হন। এই সময় সেখানে উপস্থিত লোকজন নৌকা দিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও অন্য ২ জন নিখোঁজ হন।
- ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় এক চিকিৎসকের মৃত্যু
ঠাকুরগাঁওয় সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোঃ সোহরাব হোসেন (৪৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল সুগান দিঘি এলাকার সড়কের পাশ হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোঃ সোহরাব হোসেন পশু চিকিৎসক। তিনি সদর পূর্ব বেগুনবাড়ী এলাকার মৃত মোঃ আমিনুল ইসলামের পুত্র।
স্থানীয় ও নিহতের স্বজনেরা জানায়, আজ দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও থেকে রওনা হন সোহরাব। পথে ২৯ মাইল এলাকা অতিক্রম করে সুগানদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই সময় তিনি ছিটকে সড়কে পাশে পড়ে ঘটনাস্থানেই মারা যান। তাঁকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন স্থানীরা। পরে পরিবারের লোকজনরা এসে লাশটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মোঃ মুসলিম উদ্দিন বলেন, বেপরোয়া গতির ট্রাকটি নিয়ন্ত্রণহীন হয়ে ভাইয়ের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ভাইয়ার মাথা ও শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে যায়।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘ট্রাকের চাপায় এক পশু চিকিৎসকের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
- এবার রংপুরে যোগ দিলেন এডিসি হারুন
রাজধানী ঢাকার শাহবাগ থানায় ধরে নিয়ে ছাত্রলীগের ২ জন কেন্দ্রীয় নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বহিষ্কৃত হওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মোঃ হারুন অর রশিদ অবশেষে রংপুর রেঞ্জে যোগ দিলেন। গত বুধবার তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অতিরিক্ত পুলিশ সুপার হারুন বুধবার আমাদের অফিসে যোগদান করেছেন।’
এর আগে গত ১২ সেপ্টেম্বর হারুনকে ডিএমপির রমনা জোন হতে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এই আদেশের ১ সপ্তাহ পর তিনি রংপুরে যোগ দিলেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ডেকে নিয়ে ছাত্রলীগের ২ জন নেতাকে নির্মমভাবে মারধর করেন হারুন অর রশিদ। আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ। এই ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। কমিটির সভাপতি ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) মোঃ আবু ইউসুফ। অপর ২ জন সদস্য হলেন রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মোঃ রফিকুল ইসলাম।
এই তদন্ত কমিটির ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তদন্ত শেষ করতে না পারায় ডিএমপি কমিশনারের কাছে আরও ৫ দিন সময় চায় কমিটি। পরে তাদের ৫ দিন সময় দেওয়া হয়। গত সোমবার সেই ৫ দিন সময় শেষ হয়েছে। পরে আরও ৭ দিন সময় চেয়েছে কমিটি।
Average Rating