September 20, 2024
রংপুর রেঞ্জ ডিআইজি মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা

রংপুর রেঞ্জ ডিআইজি মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা

Read Time:6 Minute, 45 Second

রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০২২ সালের এপ্রিল মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়।

সভায় রেঞ্জের এপ্রিলমাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে এপ্রিল মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা পুরস্কার বিতরণ করা হয় ।

পুলিশ সদস্যদের মধ্যে এপ্রিল মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে রংপুর জেলার সহকারি পুলিশ সুপার (সদর), সি-সার্কেল এর অতিরিক্ত দায়িত্বে মোঃ আশরাফুল আলম, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর রংপুর জেলার কাউনিয়া থানার এসআই মোঃ ওসমান গণি, শ্রেষ্ঠ বিট অফিসার নীলফামারী জেলার সদর থানার এসআই পরিতোষ চন্দ্র বর্মণ,

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং শ্রেষ্ঠ এএসআই রংপুর জেলার মিঠাপুকুর থানার এএসআই মোঃ শাহীন মিয়া, শ্রেষ্ঠ থানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ইজার উদ্দিন, শ্রেষ্ঠ জেলা দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার নির্বাচিত হন।

এছাড়াও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করানোর জন্য রংপুর জেলার কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিমুর রহমান,

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান এবং ২৯টি মোবাইল ফোন হারানো সংক্রান্তে জিডিকরণ এবং হারানো ২৯টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে ফেরত দেয়ার জন্য নীলফামারী জেলার সৈয়দপুর থানার এএসআই (নিঃ) মোঃ আকতারুজ্জামান মন্ডল পলাশ বিশেষ পুরষ্কারে পুরুষ্কৃত হন।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস) মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-বার,

পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) খন্দকার খালিদ বিন নূর সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠানকালে অত্র রেঞ্জের রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী,

কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম,

পিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মুঃ মাসুদ রানা, জনাব মোঃ আবু সায়েম প্রধান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধা, মোঃ মাহফুজ্জামান আশরাফ কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,

লালমনিরহাট মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী, মোঃ শাহজাহান পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুর, মোঃ নাসির উদ্দিন যুবায়ের, কমান্ড্যান্ট (পুলিশ সুপার),

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও এবং অত্র রেঞ্জ দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) মোঃ শরিফুুল আলম, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এ, বি, এম জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) মোঃ শামীম হোসেন উপস্থিত ছিলেন।

আরসিএন ২৪ বিডি / ২৪ মে ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাশিয়ার তেলে ইইউয়ের নিষেধাজ্ঞা কয়েকদিনের মধ্যেই Previous post রাশিয়ার তেলে ইইউয়ের নিষেধাজ্ঞা কয়েকদিনের মধ্যেই
আবাসিক হোটেলে প্রেমিকসহ স্ত্রীকে ধরে পুলিশে দিলেন স্বামী Next post আবাসিক হোটেলে প্রেমিকসহ স্ত্রীকে ধরে পুলিশে দিলেন স্বামী