December 8, 2023
হিলিতে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে সবজি

ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!

Read Time:2 Minute, 18 Second

স্কুলে ৩ টি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এই অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে।খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে ২ টি শ্রেণিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও বাকি ৩ টি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। পরিদর্শনের এই অবস্থার রিপোর্ট উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে জানায় ইউএনও মোঃ তাজ উদ্দিন।

আজ সোমবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউপির কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান ইউএনও নিজে।

জানা গেছে, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা মোট ১২৭ জন। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা মোট ১৩ জন। কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হুদা জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কিছুটা কম। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।

এই ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দিন জানান, কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম এবং ৮ম শ্রেণিতে হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও বাকি ৬ষ্ঠ, ৯ম এবং ১০ম শ্রেণিকক্ষগুলো পুরোটাই ফাঁকা। ১ জন শিক্ষার্থীও ছিল না। যা কাম্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে Previous post তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে
মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন Next post মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন