
ঘোড়াঘাটে ছুড়ির মুখে জিম্মি করে ১৫ লক্ষ টাকা লুট
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গৃহবধূর হাত-পা বেঁধে ধারালো ছুড়ির মুখে জিম্মি করে ঘরে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ মোছাঃ দোলেনা বেগম (২৭)। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ।
গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার সময় পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই ভূক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ রাজ্জাক মিয়া (৩৬) বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় ১টি মামলা করেছেন। মোঃ আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী ২ জনেই মুদি দোকানদার। রাজ্জাক ওসমানপুর বাজারে মুদি ব্যবসা করেন এবং নিজ বাড়িতে ১টি দোকান তৈরি করে ব্যবসা করেন মোছাঃ দোলেনা বেগম।
ভূক্তভোগী পরিবার জানান, পৌর এলাকার ওসমানপুর বাজারের দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় ৬ শতক জমি কেনার জন্য ব্যাংক এবং অন্যান্য জায়গা হতে সংগ্রহ করে ১৫ লক্ষ টাকা নিজ ঘরে রেখেছিলেন রাজ্জাক। আজ মঙ্গলবার জমির মালিককে টাকা গুলো দেওয়ার কথা ছিলো। গতকাল সোমবার রাতে রাজ্জাক তার ছোট্ট ছেলেকে নিয়ে ওসমানপুর বাজারে নিজের মুদি দোকানে অবস্থান করছিলেন। এসময় তার স্ত্রী মোছাঃ দোলেনা বেগম নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন।
এশার নামাজের কিছু সময় আগে ২ জন দুর্বৃত্ত বাড়ির মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে। পরে তারা ঘরে থাকা ওড়না দিয়ে দোলেনা বেগমের হাত-পা বেঁধে ফেলে। এরপর আরো ২ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাদের পকেটে থাকা ধারালো চাকুর মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূর কাছে ড্রয়ারের চাবি নেয়। পরে ঘরে শোকেসের ড্রয়ার তালা খুলে সেখানে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভূক্তভোগী গৃহবধূ বলেন, ‘মাথা ব্যথার কারণে আমি দোকান বন্ধ করে ঘরে শুয়ে ছিলাম। বাড়ির মূল দরজা খোলা ছিল। কিন্তু হঠাৎ ২ জন দুজন করে ৪ জন আমার ঘরে প্রবেশ করে। আমাকে বেঁধে রেখে চুরি বের করে গলায় ধরে ভয়ভীতি দেখাচ্ছিল। তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। ১ জনের মাথার চুল বড় ছিল।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরণের চেষ্টা চালাচ্ছি। প্রয়োজনে প্রযুক্তিগত সহযোগীতা নেয়া হচ্ছে।’

আরোও খবর পড়ুন
ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
স্কুলে ৩ টি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এই অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে।খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ...
দিনাজপুরের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
দিনাজপুর জেলার খানসামা হতে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত সকল সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে অভিযান...
চিরিরবন্দরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু
বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দরে বজ্রপাতে মোঃ রশিদুল ইসলাম বাবু নামে ১ জনের মৃত্যু হয়েছে।নিহত রশিদুল চিরিরবন্দর...
আওয়ামী লীগ ক্ষমতা দখলের রাজনীতি করে নি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। যদি...
দিনাজপুরে মাদক কারবারি বাড়ি থেকে গাঁজা উদ্ধার
দিনাজপুরে এক মাদক কারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক কারবারিরটের পেয়ে পালিয়ে যায়।...
হিলিতে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ
দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় ১টি ট্রাকে অভিযান চালিয়ে মোট ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ করেছেন...