ঘোড়াঘাটে ছুড়ির মুখে জিম্মি করে ১৫ লক্ষ টাকা লুট
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গৃহবধূর হাত-পা বেঁধে ধারালো ছুড়ির মুখে জিম্মি করে ঘরে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ মোছাঃ দোলেনা বেগম (২৭)। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ।
গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার সময় পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই ভূক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ রাজ্জাক মিয়া (৩৬) বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় ১টি মামলা করেছেন। মোঃ আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী ২ জনেই মুদি দোকানদার। রাজ্জাক ওসমানপুর বাজারে মুদি ব্যবসা করেন এবং নিজ বাড়িতে ১টি দোকান তৈরি করে ব্যবসা করেন মোছাঃ দোলেনা বেগম।
ভূক্তভোগী পরিবার জানান, পৌর এলাকার ওসমানপুর বাজারের দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় ৬ শতক জমি কেনার জন্য ব্যাংক এবং অন্যান্য জায়গা হতে সংগ্রহ করে ১৫ লক্ষ টাকা নিজ ঘরে রেখেছিলেন রাজ্জাক। আজ মঙ্গলবার জমির মালিককে টাকা গুলো দেওয়ার কথা ছিলো। গতকাল সোমবার রাতে রাজ্জাক তার ছোট্ট ছেলেকে নিয়ে ওসমানপুর বাজারে নিজের মুদি দোকানে অবস্থান করছিলেন। এসময় তার স্ত্রী মোছাঃ দোলেনা বেগম নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন।
এশার নামাজের কিছু সময় আগে ২ জন দুর্বৃত্ত বাড়ির মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে। পরে তারা ঘরে থাকা ওড়না দিয়ে দোলেনা বেগমের হাত-পা বেঁধে ফেলে। এরপর আরো ২ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাদের পকেটে থাকা ধারালো চাকুর মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূর কাছে ড্রয়ারের চাবি নেয়। পরে ঘরে শোকেসের ড্রয়ার তালা খুলে সেখানে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভূক্তভোগী গৃহবধূ বলেন, ‘মাথা ব্যথার কারণে আমি দোকান বন্ধ করে ঘরে শুয়ে ছিলাম। বাড়ির মূল দরজা খোলা ছিল। কিন্তু হঠাৎ ২ জন দুজন করে ৪ জন আমার ঘরে প্রবেশ করে। আমাকে বেঁধে রেখে চুরি বের করে গলায় ধরে ভয়ভীতি দেখাচ্ছিল। তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। ১ জনের মাথার চুল বড় ছিল।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরণের চেষ্টা চালাচ্ছি। প্রয়োজনে প্রযুক্তিগত সহযোগীতা নেয়া হচ্ছে।’
আরোও খবর পড়ুন
আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে দিনাজপুরে ইজতেমা
তীব্র তাপদাহ উপেক্ষা করে আমিন আমিন ধ্বনিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে ৩ দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।...
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে
৩৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। তৃতীয় ইউনিট চালু...
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই অপর এক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থানেই চালকের সহকারী...
দিনাজপুরে ট্রাক চাপা পড়ে ভ্যানচালকের মৃত্যু
দিনাজপুর জেলার বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে ভ্যানচালক গণেশ চন্দ্র রায় (৪০) মৃত্যু হয়েছেন। এই ঘটনায়...
হাবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ড. হাসান ফুয়াদ
নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন...
ফুলবাড়ীতে ১৭টি বৈধ অস্ত্রসহ মোট ২১০ রাউন্ড গুলি জমা
সরকারের ঘোষণা অনুযায়ী বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত দিনাজপুর জেলার ফুলবাড়ীতে তালিকাভুক্ত ১৯টি আগ্নেয়াস্ত্রের...