September 8, 2024
টেকনাফে নিজের ছুরিকাঘাতে প্রাণ গেল এক তরুণের

ঘোড়াঘাটে ছুড়ির মুখে জিম্মি করে ১৫ লক্ষ টাকা লুট

Read Time:3 Minute, 58 Second

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গৃহবধূর হাত-পা বেঁধে ধারালো ছুড়ির মুখে জিম্মি করে ঘরে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ মোছাঃ দোলেনা বেগম (২৭)। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ।

গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার সময় পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই ভূক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ রাজ্জাক মিয়া (৩৬) বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় ১টি মামলা করেছেন। মোঃ আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী ২ জনেই মুদি দোকানদার। রাজ্জাক ওসমানপুর বাজারে মুদি ব্যবসা করেন এবং নিজ বাড়িতে ১টি দোকান তৈরি করে ব্যবসা করেন মোছাঃ দোলেনা বেগম।

ভূক্তভোগী পরিবার জানান, পৌর এলাকার ওসমানপুর বাজারের দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় ৬ শতক জমি কেনার জন্য ব্যাংক এবং অন্যান্য জায়গা হতে সংগ্রহ করে ১৫ লক্ষ টাকা নিজ ঘরে রেখেছিলেন রাজ্জাক। আজ মঙ্গলবার জমির মালিককে টাকা গুলো দেওয়ার কথা ছিলো। গতকাল সোমবার রাতে রাজ্জাক তার ছোট্ট ছেলেকে নিয়ে ওসমানপুর বাজারে নিজের মুদি দোকানে অবস্থান করছিলেন। এসময় তার স্ত্রী মোছাঃ দোলেনা বেগম নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন।

এশার নামাজের কিছু সময় আগে ২ জন দুর্বৃত্ত বাড়ির মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে। পরে তারা ঘরে থাকা ওড়না দিয়ে দোলেনা বেগমের হাত-পা বেঁধে ফেলে। এরপর আরো ২ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাদের পকেটে থাকা ধারালো চাকুর মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূর কাছে ড্রয়ারের চাবি নেয়। পরে ঘরে শোকেসের ড্রয়ার তালা খুলে সেখানে থাকা ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভূক্তভোগী গৃহবধূ বলেন, ‘মাথা ব্যথার কারণে আমি দোকান বন্ধ করে ঘরে শুয়ে ছিলাম। বাড়ির মূল দরজা খোলা ছিল। কিন্তু হঠাৎ ২ জন দুজন করে ৪ জন আমার ঘরে প্রবেশ করে। আমাকে বেঁধে রেখে চুরি বের করে গলায় ধরে ভয়ভীতি দেখাচ্ছিল। তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। ১ জনের মাথার চুল বড় ছিল।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং রহস্য উদঘাটন করতে সব ধরণের চেষ্টা চালাচ্ছি। প্রয়োজনে প্রযুক্তিগত সহযোগীতা নেয়া হচ্ছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড় সীমান্ত থেকে ৪ জন আটক Previous post সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, বিএসএফের বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় ইটভাটায় অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা Next post ডোমারে ২ টি হোটেলকে ১৫,০০০ টাকা জরিমানা