
দিনাজপুরে টানা বৃষ্টিতে পানির নিচে ধান
কৃষকের পাকা ধানে মই। ভারী বৃষ্টিপাতে এমন অবস্থাই হয়েছে দিনাজপুরে।
কোথাও পাকা ধান নুয়ে পড়েছে, কোথাও আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। এমন অবস্থায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। আবার শ্রমিক পাওয়া গেলেও অর্ধেক ধান দিতে হচ্ছে তাদের। শেষ মুহূর্তে এসে কৃষকরা এখন দিশেহারা।
সরেজমিনে দিনাজপুর সদর, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় দেখা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা ভারী বৃষ্টি আর বাতাসে মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান মাটিতে পড়ে ও পানিতে তলিয়ে গেছে। আবার কোথাও কোথাও ধান কেটে বেঁধে জমিতে রাখার পর এখন বৃষ্টির পানিতে ভাসছে। অনেকে আবার আধা পাকা ধান এ অবস্থায় বাধ্য হয়ে কেটে ফেলছেন। এতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে জানান কৃষকরা।
এ বিষয়ে কৃষকরা জানান, গত মৌসুমে ইরি-বোরো বিঘাপ্রতি ৪০ থেকে ৪৫ মণ করে হলেও এবার বিঘাপ্রতি ৩০ থেকে ৩৫ মণ ফলন হয়েছে। এদিকে শ্রমিক সংকটে দিশেহারা কৃষক জমির অর্ধেক ধান শ্রমিকদের মজুরি দিতেই চলে যাচ্ছে। তবু সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
এ প্রসঙ্গে কৃষক ফজর আলী বলেন, ঝড়ের পূর্বাভাস পেয়ে তড়িঘড়ি করে কিছু জমির ধান কেটে ঘরে তুলেছি। গত দুই রাতের বৃষ্টি আর বাতাসে আমার চার বিঘা জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে।
এখন দ্বিগুণ দাম দিয়ে এ ধান কাটাতে হবে। তাও মিলছে না শ্রমিক। কারণ মাটিতে পড়া ধান কাটতে চান না শ্রমিকরা। আবার পাওয়া গেলেও বিঘাপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা চাচ্ছে। উপায় না থাকায় বাধ্য হয়ে বেশি দামে কাটাচ্ছি। এমনিতে বাজারে ধানের দাম কম। কষ্ট করে ধান ফলিয়ে যদি এ অবস্থা হয়, তাহলে না খেয়ে থাকতে হবে।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) খালেদুর রহমান বলেন, বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন একটা নেই। কিছু জায়গায় ধানের জমিতে পানি আটকে গেলেও আমরা কৃষকদের পানি বের করার জন্য বলেছি। স্থানীয় কৃষি কর্মকর্তারাও কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পানি লেগে থাকা ধান কৃষকরা কেটে নিচ্ছেন। আশা করছি তেমন ক্ষতি হবে না।
আগামী ৫-৭দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে জানিয়ে তিনি বলেন, কালবৈশাখীর সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সাথে দমকা বাতাস বইতে পারে।
আরসিএন ২৪ বিডি / ২১ মে ২০২২
- মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন
- ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
- তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে
- রংপুরে গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে
- মিঠাপুকুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত
আরোও খবর পড়ুন
ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
স্কুলে ৩ টি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এই অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে।খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ...
দিনাজপুরের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
দিনাজপুর জেলার খানসামা হতে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত সকল সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে অভিযান...
চিরিরবন্দরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু
বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দরে বজ্রপাতে মোঃ রশিদুল ইসলাম বাবু নামে ১ জনের মৃত্যু হয়েছে।নিহত রশিদুল চিরিরবন্দর...
আওয়ামী লীগ ক্ষমতা দখলের রাজনীতি করে নি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। যদি...
দিনাজপুরে মাদক কারবারি বাড়ি থেকে গাঁজা উদ্ধার
দিনাজপুরে এক মাদক কারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক কারবারিরটের পেয়ে পালিয়ে যায়।...
হিলিতে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ
দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় ১টি ট্রাকে অভিযান চালিয়ে মোট ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ করেছেন...
Average Rating