September 8, 2024
কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু

নবাবগঞ্জে নিজের ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Read Time:2 Minute, 40 Second

দিনাজপুর জেলার নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে মোঃ আব্দুল কাশেম (৭০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত ওই ব্যক্তির ছেলে মোঃ মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ আগস্ট ) সকালে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে দশটায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল কাশেম একই এলাকার মৃত মোজাফ্ফর আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি দীর্ঘদিন ধরে আলাদা বাড়িতে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে খাবার দিতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মোঃ মাসুদ রানা তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সেখান হতে মাসুদ রানা পালিয়ে যান। আজ শুক্রবার সকালে নিহত ওই ব্যক্তির স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম ছেলের বাড়িতে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশে খবর দেন।

নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সিরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী হতে তার ছেলেকে গ্রেফতার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু Previous post গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
নীলফামারীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ Next post নীলফামারীতে সারাদিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত