নবাবগঞ্জে নিজের ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
দিনাজপুর জেলার নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে মোঃ আব্দুল কাশেম (৭০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত ওই ব্যক্তির ছেলে মোঃ মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ আগস্ট ) সকালে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে দশটায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের শালঘরিয়া দলদলিয়া ডাঙ্গাপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল কাশেম একই এলাকার মৃত মোজাফ্ফর আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি দীর্ঘদিন ধরে আলাদা বাড়িতে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে খাবার দিতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মোঃ মাসুদ রানা তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।
ঘটনার পর সেখান হতে মাসুদ রানা পালিয়ে যান। আজ শুক্রবার সকালে নিহত ওই ব্যক্তির স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম ছেলের বাড়িতে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশে খবর দেন।
নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সিরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী হতে তার ছেলেকে গ্রেফতার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আরোও খবর পড়ুন
আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে দিনাজপুরে ইজতেমা
তীব্র তাপদাহ উপেক্ষা করে আমিন আমিন ধ্বনিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে ৩ দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।...
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে
৩৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। তৃতীয় ইউনিট চালু...
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই অপর এক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থানেই চালকের সহকারী...
দিনাজপুরে ট্রাক চাপা পড়ে ভ্যানচালকের মৃত্যু
দিনাজপুর জেলার বিরামপুরে গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে ভ্যানচালক গণেশ চন্দ্র রায় (৪০) মৃত্যু হয়েছেন। এই ঘটনায়...
হাবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ড. হাসান ফুয়াদ
নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন...
ফুলবাড়ীতে ১৭টি বৈধ অস্ত্রসহ মোট ২১০ রাউন্ড গুলি জমা
সরকারের ঘোষণা অনুযায়ী বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত দিনাজপুর জেলার ফুলবাড়ীতে তালিকাভুক্ত ১৯টি আগ্নেয়াস্ত্রের...