September 8, 2024
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

Read Time:1 Minute, 35 Second

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্তদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ নেওয়া হয়েছে সীমান্তে বাড়তি সতর্কতা। সন্দেহ হলে চলছে তল্লাশি।

আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেলে বিষয়টি জানিয়েছেন, হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম।

হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতা অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুড়ে নেওয়া বাড়তি হয়েছে নিরাপত্তা। প্রতিটি পাসপোর্টধারী যাত্রীকে জিজ্ঞাসা এছাড়াও সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।

তিনি আরও জানান, ‘আমরা সতর্ক আছি, এ চেকপোস্ট দিয়ে কোন সন্ত্রাসী বা তালিকাভুক্তো ব্যক্তিরা ভারতে যেতে পারবে না। ২০-বিজিবি সদস্যরা সীমান্তে বাড়তি সতর্কতায় অবস্থান আছেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর ৩ দিন পর মৃত্যু Previous post বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর ৩ দিন পর মৃত্যু
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Next post বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা রুহুল কবির রিজভীর