October 11, 2024
দিনাজপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

Read Time:2 Minute, 25 Second

দিনাজপুর জেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হাকিমপুরের হিলি বিজিবি (আইসিপি) ক্যাম্পে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিন্দ্র সিংসহ ১২ সদস্যের প্রতিনিধি দল। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর।

এর আগে বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এলে বিজিবির পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিজিবি জানায়, বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের অবৈধ অনুপ্রবেশ, নারী শিশু পাচারসহ নানা বিষয় আলোচনা হয়েছে। বিজিবি বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালানশ শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একসঙ্গে কাজ করতে একমত পোষণ করেন।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান ভূঁইয়া, সহ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ রহমানসহ দুই বাহিনীর কর্মকর্তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়াল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু Previous post রংপুরে তফসিল ঘোষণা কেন্দ্র করে পুলিশের সতর্ক মহড়া
নীলফামারীর ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী Next post নীলফামারীর ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী