January 26, 2025
https://rcn24bd.com/wp-content/uploads/2022/12/IMG_20221230_143852-min.jpg

হিলি দিয়ে নারকেল আমদানি করা হয়েছে

Read Time:1 Minute, 39 Second

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে নিশাত ট্রেডার্স নামে আমদানিকারক প্রতিষ্ঠান দুইটি ট্রাকে ৫০ টন নারিকেল ভারত থেকে বাংলাদেশে আমদানি করে।

গতকাল শুক্রবার হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, প্রথমবারের মতো ৫০ টন নারিকেল ২টি ট্রাকে করে ভারত থেকে বন্দরে আসে। প্রতি টন নারকেল আমদানিতে ২৫০ ডলার খরচ পড়েছে।

তিনি জানায়, কাস্টমস শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষে পণ্যগুলোর আউট পাস ইস্যু হলে আমদানি করা পণ্য বন্দর থেকে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টকে বুঝিয়ে দেওয়া হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এবারই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দফতরে ডকুমেন্টসসহ কাগজপত্র জমা দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সনদ দিলে কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যগুলো হস্তান্তর করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ট্রাক চাপা পড়ে ভ্যানচালকের মৃত্যু Previous post কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ হারালো আহত থাকা ছেলেটি
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়াম্যান হলেন আব্দুল মজিদ Next post ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়াম্যান হলেন আব্দুল মজিদ