October 14, 2024
গাইবান্ধাতে নারী মুক্তি কেন্দ্রের মিছিল সমাবেশ

গাইবান্ধাতে নারী মুক্তি কেন্দ্রের মিছিল সমাবেশ

Read Time:1 Minute, 40 Second

শনিবার (২৪ আগস্ট) কে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবিতে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগষ্ট) দুপুরে শহরের ১নং রেলগেট এলাকায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোছাঃ রাহেলা সিদ্দিকা, মোছাঃ আফরোজা সুলতানা, মোছাঃ শিল্পী আক্তার, কলি রানী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৫ সালের এইদিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করেছে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশেই। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে মৃত্যুবরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়।

শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে, সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসেবে ঘোষণার দাবি জানায়। সেই দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান Previous post রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাতিলকৃত নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতের সাংবিধানিক অধিকার’ Next post বাতিলকৃত নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতের সাংবিধানিক অধিকার’