June 2, 2023
গাইবান্ধায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Read Time:1 Minute, 42 Second

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, বিদ্যুৎ সরকার ( ৪২), সুভাস চন্দ্র (৩৫) ও সুমণ চন্দ্র (৩৩)। পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) দিবাকর অধিকারী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরকত পরিবহণের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

পরে বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচাপায় ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ আটক করেছে।

আরসিএন ২৪ বিডি. কম / ১৬ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
SSC প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে ২ জন আটক Previous post রংপুরে ৮ ঘন্টা মধ্যে শিশু অপহরণকারী গ্রেফতার
আদালতে দোষ স্বীকার করলেন মুফতি ইব্রাহিম Next post আদালতে দোষ স্বীকার করলেন মুফতি ইব্রাহিম