October 13, 2024
গাইবান্ধায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বিপাকে

গাইবান্ধায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বিপাকে

Read Time:3 Minute, 56 Second

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ভুল প্রশ্নপত্রে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন মোট ২২৬ শিক্ষার্থী। উপজেলার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষুব্ধ ও চিন্তিত শিক্ষার্থী-অভিভাবকরা।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার আলিম পরীক্ষার একমাত্র কেন্দ্র ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় গত রবিবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ২২৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত। এতে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর থেকে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

এই ব্যাপারে আব্দুল আজিজ নামের একজন পরীক্ষার্থী বলেন, আমরা যারা পরীক্ষার্থী তারা না হয় বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা তো ভুল প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছেন ফলাফল আসবে কি না- এ নিয়েও চিন্তিত আমরা। ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব এবং মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে.ওয়াই.এম আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কেন্দ্রের নিয়োজিত ট্যাগ অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর আহমেদ লস্কর জানান, পরীক্ষা চলাকালীন কেউ বিষয়টি তাকে জানায়নি। যদি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে থাকে এ দায় তার নয়, এর দায়-দায়িত্ব কেন্দ্র সচিবের।

সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। বোর্ড চাইলে এই প্রশ্নপত্রের আলোকে খাতা দেখার নির্দেশ দিতে পারে, তখন পরীক্ষার্থীদের ফলাফল আসবে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ-নূর- এ আলম বলেন, অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া উচিত হয়নি। এর পুরো দায় কেন্দ্র সচিবের উপর পড়ে। কেন্দ্র সচিবের সাথে এখনো দেখা হয়নি। ওনাকে ডেকেছি, উনি আসলে বিস্তারিত জানতে পারবো।

এ বিষয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কায়সার আহমেদ মুঠোফোনে বলেন, বিষয়টি অনিয়ম। এর দায় কেন্দ্র সচিবের। ইউএনও’কে আমি বলেছি পুরো বিষয় জেনে আমাকে বিস্তারিত যাতে জানায়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Previous post আরপিএমপি’র অভিযানে ইয়াবা উদ্ধার ২৯ জন গ্রেফতার
গাইবান্ধায় ইটভাটায় অভিযান, ৪ লক্ষ টাকা জরিমানা Next post বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২০,০০০ টাকা জরিমানা