September 24, 2023
বাবার মরদেহ রেখে পরীক্ষা দিলেন গেল আলভী

বাবার মরদেহ রেখে পরীক্ষা দিলেন গেল আলভী

Read Time:2 Minute, 9 Second

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছেন মোঃ শাহরিয়ার আলভী নামে এক শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেন মোঃ শাহরিয়ার আলভী।

শিক্ষার্থী আলভী ফুলছড়ি সরকারি কলেজ হতে এই বছর বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশী কলেজ পাড়া এলাকার বাসিন্দা। এর আগে, গত সোমবার রাতে আলভীর বাবা মোঃ আনছার আলী মৃত্যুবরণ করেন। তিনি পেশায় ১জন মুদি ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার আলভীর পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। রাতে বাবা মারা যাওয়ায় আলভী মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তাকে সান্তনা দিয়ে সহপাঠী এবং স্বজনরা পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করেন। পরে সবার অনুরোধে বাড়িতে বাবার মরদেহ বাড়িতে রেখে সকাল দশটার দিকে পরীক্ষা অংশ নেন আলভী। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলভীর বাবাকে দাফন করা হয়।

বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মোঃ ইব্রাহিম আকন্দ সেলিম জানান, বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থী শাহরিয়ার আলভী। তাকে মানসিক সাহস জোগাতে সহযোগিতা করেছি আমরা সকলকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৬ কোটি টাকা প্রণোদনা Previous post পেঁয়াজের উৎপাদন বাড়াতে ১৬ কোটি টাকা প্রণোদনা
পঞ্চগড় জেলায় বিএনপির মৌন মিছিল Next post পঞ্চগড় জেলায় বিএনপির মৌন মিছিল