September 24, 2023
সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জন গ্রেফতার

সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জন গ্রেফতার

Read Time:2 Minute, 49 Second

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাকৃতরা হলেন, দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত হাবিবুল্লাহ’র পুত্র মোঃ আজিজল হক (৫০), বেলকা ইউনিয়নের বেলকার নবাবগঞ্জ গ্রামের ইলিয়াছ আলীর পুত্র মোঃ জহুরুল ইসলাম (৩০), ইদ্রিস আলীর পুত্র মোঃ আনারুল ইসলাম (৪০), বাদশা মিয়ার পুত্র মো ফরিদ মিয়া, আবুল হোসেনের পুত্র মোঃ মতিউর রহমান (৩০), মৃত সোহরাব আলীর পুত্র মোঃ মমিনুল ইসলাম (৪০), আতোয়ার আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর মিয়া (২৭) ও খলিল উদ্দিনের পুত্র মোঃ রুবেল মিয়া (২৩)। পশ্চিম বেলকা গ্রামের মৃত আছমত আলীর পুত্র নুর মোহাম্মদ মিন্টু (৩৮), নুরুল ইসলামের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৪০), মৃত জাবেদ আলীর পুত্র মোঃ মুসলিম মিয়া (৩২) ও মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ মিজানুর রহমান (৪০)।

পুলিশ জানায়, গতকাল রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মুদির দোকানের উত্তর পার্শ্বের বাঁশঝাড়ে এবং পশ্চিম বেলকা গ্রামস্থ চাঁন্দের মোড়স্থ মোঃ শাহিন মিয়ার চায়ের দোকানের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে মোট ১২ জুয়াড়িকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। একই সাথে জুয়া খেলার সরঞ্জাম, খেলায় ব্যবহৃত প্লাস্টিকের বস্তা ও জুয়ার বোর্ডে থাকা বিভিন্ন নোটের নগদ ৪,১৬০ টাকা জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু Previous post হাকিমপুরে গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছিল Next post ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন আয়োজিত হয়েছিল