September 25, 2023
উলিপুরে তিস্তার ভাঙনের শিকার অসহায় মানুষ

উলিপুরে তিস্তার ভাঙনের শিকার অসহায় মানুষ

Read Time:4 Minute, 47 Second

টানা ১১ বার তিস্তা নদীর ভাঙনের শিকার হয়েছেন আব্দুল মালেক। আজ সোমবার (১৩ জুন ) তিস্তার করাল গ্রাসে হারালো তার বসতভিটা।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাতালস্কর গ্রামের শুধু আব্দুল মালেকই নন, দেড় মাসের ব্যবধানে ইউনিয়নের সাদুয়াদামার হাট ও সাতালস্কর গ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তিস্তা নদীর ভাঙনে পাঁচ শতাধিক পরিবার এখন বাস্তুহারা।

কয়েক শ হেক্টর ফসলি জমি এবং বিভিন্ন প্রজাতির গাছপালা নদীতে চলে গেছে। সম্প্রতি এলজিইডি নির্মিত একটি কাঁচা রাস্তার অর্ধেক ভাঙনে বিলীন হয়েছে। এরই মধ্যে সাতটি বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে।

আরো অন্তত ১২টি খুঁটি ঝুঁকির মধ্যে আছে। এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ। ভাঙনের শিকার পরিবারগুলো স্বজনদের মায়া ত্যাগ করে বিভিন্ন এলাকায় বসতি গড়েছে। অনেকে নিরুপায় হয়ে ভাঙনকবলিত এলাকার পাশেই ভাঙা ঘরবাড়ি নিয়ে পরিবার-পরিজনসহ মানবেতর জীপন যাপন করছে।

সাতালস্কর গ্রামে সরোজমিনে গিয়ে দেখা যায়, আব্দুল মালেকের বসতভিটার বেশির ভাগ অংশই নদীগর্ভে চলে গেছে। বাকিটুকুও যেকোনো সময় নদীতে চলে যাবে। কিন্তু এত কিছুর পরও মায়া ছাড়তে পারেননি। স্ত্রী শরীফা বেগমকে নিয়ে শূন্য ভিটায় অসহায়ের মতো বসে আছেন তিনি।

আব্দুল মালেক বলেন, ‘যখনই বাড়ি আন্ধার হয় (গাছপালায় বাড়ি চারদিক দিয়ে ঢেকে যায়), তখনই নদী আসি হানা দেয়। এইদন করি ১১ বার নদী ভাঙ্গি হামার সউক শ্যাষ করি দিছে। শ্যাষ সম্বল প্রায় ৪৫ শতক জমিত কোনো রকমে এক পাশে বাড়ি করি, বাকি কোনাত আবাদ করি খাং। সেকনাও এবার নদীত গেল। ’

মালেকের স্ত্রী শরীফা বলেন, ‘নদী ঘরবাড়ি সরবারও সমায় দেয় না। বাড়ির মেলা মালামাল নদীত চলি গেইছে। নদীত পানি কম, নৌকা আটকে যায়, তাই মালামাল ওপারে যাবার পাচ্ছিনে। ’

ভাঙনের শিকার হাজিরুদ্দিন (৭০) বলেন, ‘হালগিরিস্থ সবি আছিল। নদী সব নিয়ে গেছে। নদীর এপার ভাঙলে, ওপারত যাই। এইদন করি তেরোবার বাড়ি ভাঙা পচ্ছে। ’

সাদুয়াদামার হাটের গোলজার হোসেন (৭০) বলেন, ‘নদীত তেমন পানি না বাড়লেও গত বৈশেখ মাস থাকি নদী ভাঙ্গা শুরু হইছে। নদী একনা দুরত আছিল, দেইখতে দেইখতে হামারগুলের বাড়ি ভাঙ্গি গেইল। ’

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তিস্তার ভয়াবহ ভাঙন চলে এলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো কার্যকর ভূমিকা নেয়নি। এমনকি তাদের কাউকে চোখে পড়েনি। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে কয়েক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পুরাতন বজরা বাজারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে বজরা কাশিমবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রের ইনচার্জ আশরাফুল আল আমিন বলেন, ‘গত বছর এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। নদীভাঙনের ফলে এক বছরের মাথায় তা বিচ্ছিন্ন করা হচ্ছে। এরই মধ্যে আমরা সাতটি খুঁটি তুলে ফেলেছি।

আরো ১২টি খুঁটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সেসবও সরিয়ে নিতে হবে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভাঙন যেহেতু বেশি হচ্ছে, সে ক্ষেত্রে আমরা দেখে কাজ শুরু করব।

আরসিএন ২৪ বিডি/ ১৩ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশকে জনবান্ধব করতে নতুন আইন Previous post সারাদেশে নিরাপত্তা জোরদার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান Next post ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান