November 11, 2024
রৌমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতার জেল

রৌমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতার জেল

Read Time:2 Minute, 27 Second

কুড়িগ্রাম জেলার রৌমারীতে গরুর পঁচা মাংস ও মাংসে পুরাতন রক্ত মেখে বিক্রি করার দায়ে মোঃ শফিকুল ইসলাম (২৯) নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের (শাপলা চত্বর) ভোলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদ হাসান খান।

এছাড়াও পঁচা মাংস বিক্রির অভিযোগে উপজেলার বড়াইকান্দি বাজারে মেহেদী মাংস ঘর নামক এক দোকান সিলগালা করেন ওই ম্যাজিষ্ট্রেট। অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম (২৯) উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খান জানান, রবিবার জবাই করা গরুর মাংস মাত্র ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া মাংসে পুরাতন রক্ত ব্যবহার হয়েছে।

গতকাল সোমবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিক বিক্রেতা মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোঃ শফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলার বড়াইকান্দি বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে শৌলমারী ইউনিয়নের পুরারচর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মোঃ রফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতার দোকানঘর সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিল- রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, রৌমারী থানার উপ-সহকারী পরিদর্শক মোঃ ফাইসাল হোসেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মামলা করলে আমাদের ক্ষতি হতে পারে: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা Previous post পীরগঞ্জে গৃহবধূ ধর্ষণের অভিযোগ একজন গ্রেফতার
রংপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ Next post রংপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ