January 20, 2025
উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করার অভিযোগ

উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করার অভিযোগ

Read Time:3 Minute, 18 Second

কুড়িগ্রাম জেলার উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে, গতকাল বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ধরনীবাড়ী সরকারপাড়া এলাকায়। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকার মোঃ আতিকুর রহমান (৪০) এর সাথে প্রতিবেশি মোঃ সাইফুল ইসলাম (৩৫) গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করা হলেও মোঃ সাইফুল ইসলাম ও তার পরিবারের লোকজন তা মেনে না নিয়ে বিরোধীতা করে আসছিল।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মোঃ সাইফুল ইসলাম, মোঃ হারুন মিয়া, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীনসহ তাদের পক্ষের লোকজন মোঃ আতিকুর রহমান, তার ছোট ভাই মোঃ বিল্পব মিয়া, স্ত্রী মোছাঃ মুন্নি বেগম ও অপর ছোট ভাইয়ের স্ত্রী মোছাঃ হাসি বেগমকে বাড়ির সামনে পেয়ে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেন।

আহত মোঃ আতিকুর রহমান অভিযোগ করেন, মোঃ হারুন মিয়া ও তার লোকজন কোন কারন ছাড়াই আমিসহ আমার পরিবারের লোকজনদের মারপিট করে গুরুত্বর জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও বলেন, মোঃ হারুন মিয়া সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের অফিস সহকারী পদে চাকরি করার সুবাদে ছুটিতে এসে ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন অপকর্ম করছেন। তারই অংশ হিসাবে তার নেতৃত্বে মোঃ সাইফুল ইসলাম আমাদের সঙ্গে এ ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে থানায় একটি অভিযোগ করেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছে। এছাড়া মোঃ বিল্পব মিয়ার চোখের সমস্যা দেখা দেয়ায় তাকে বিশেষজ্ঞ চিকিৎকের পরামর্শ নিতে বলা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নির্বাচনে বিএনপি আসলে প্রতিদ্বন্দ্বিতা হতো - বাণিজ্যমন্ত্রী Previous post নির্বাচনে বিএনপি আসলে প্রতিদ্বন্দ্বিতা হতো – বাণিজ্যমন্ত্রী
কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত Next post রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৯ জন আহত