October 11, 2024

তিস্তা মহাপরিকল্পনা না হলে বাজেট বরাদ্দ চান তীরবর্তী মানুষরা

Read Time:3 Minute, 11 Second

নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে তিস্তা কনভেনশনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

এসময় তারা বলেন, তিস্তা নদীকে বাঁচানো না গেলে তীরবর্তী মানুষের জীবন-জীবিকা ধংস হয়ে যাবে।

শনিবার (১৪মে) দুপুরে তিস্তা ডিগ্রি কলেজ মাঠে তিস্তা কনভেনশন সভায় তিস্তা তীরবর্তী মানুষসহ নেতারা এই হুঁশিয়ারি দেন।এসময় সভায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদেরর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান, স্টিানডিং কমিটির সদস্য ড. তুহিন ওয়াদুদ ও গেরিলা লিডার শফিকুল ইসলাম কানুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলগুলোতে সাড়ে তিন লাখ কোটি টাকারও বেশি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কিন্তু রংপুরের বিভাগের কোন প্রকল্প তারা দেয়নি।

মাত্র সাড়ে আট হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা ঝুলে রেখেছে। অথচ এর সাথে এই রংপুর অঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত আছে। তারা আরও বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নিজের টাকায় তৈরি করেছে।

ইচ্ছে করলে নিজস্ব অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। রংপুরের মানুষ চীন-ভারত কিংবা বাহিরে দেশ বুঝতে চাইনা। নিজস্ব অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।নেতারা আরও বলেন, প্রতিবছরে শত শত তিস্তা পাড়ের পরিবাররা ভাঙণের মুখে পড়ে নি:শ্ব হয়।

অথচ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কয়েক বস্থা জিও ব্যাগ ফেলে দিয়ে শত শত কোটি টাকা লোপাট করেন।কিন্ত সরকারী লোক দেখে তিস্তা পাড়ের মানুষরা তাদের কিছু বলে না। পানি বেড়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের লোকজনের ঈদের দিনের মত হয়ে যায়। আর তিস্তার মানুষরা হাতে থালা নিয়ে ভিক্ষা করেন।

এভাবে আর চলতে পারে না। তাই আগামী বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার ঘোষণা দিতে হবে। যদি এটি করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের কর্মসূচি দেয়া হবে।

আরসিএন ২৪ বিডি / ১৪মে ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পি কে হালদার গ্রেপ্তার Previous post ভারতে পি কে হালদার গ্রেপ্তার
Next post বিএনপি জামাতকে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকবে হবে – শাহজাহান খান এমপি