October 11, 2024
তিস্তায় নিখোঁজ হওয়ার ৪ দিনেও খোঁজ মিলেনি

তিস্তায় নিখোঁজ হওয়ার ৪ দিনেও খোঁজ মিলেনি

Read Time:2 Minute, 44 Second

তিস্তায় গোসলে নেমে নিখোঁজ ছেলের খোঁজ ৪ দিনেও পাওয়া যায়নি। ছেলে শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন তার বাবা। একই অবস্থা মায়ের। কান্নায় মাটিতে লুটিয়ে বিলাপ করছেন, ‘আল্লাহ তুই তো জান নিয়ায় নিছিস। শুধু একটা বারের জন্যে মোর বুকের ধনের মুখটা দেকবার দে। তুই ক্যানে এত কঠিন হলু।’

গত বুধবার রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন মোঃ নাইস আহমেদের (১৯)। ৪ দিন হয়ে গেলেও খোঁজ মেলেনি তাঁর। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ করে দিলেও স্বজনেরা নদীর আশপাশে খোঁজ চালিয়ে যাচ্ছে। জীবিত না হোক অন্তত মরদেহটা চায় পরিবার।

নাইস আহম্মেদ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের গনেশের বাজার এলাকার মোনাব্বের হোসেনের পুত্র। তিনি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় নানা মোঃ ইউসুফ আলীর বাড়িতে হতে লেখাপড়া করতেন।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মমতাজুল ইসলাম বলেন, এত দিনে লাশটি ভেসে ওঠার কথা। ৪ দিনেও লাশ ভেসে ওঠেনি। ধারণা করা হচ্ছে লাশটি পানির নিচে কোথাও চাপা পরে আটকে যাওয়ায় ভেসে উঠছে না। এতক্ষণ হয়তো লাশের শরীর থেকে মাংস আলাদা হতে শুরু করেছে।

গত বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ১টি অটো ভ্যানে করে ৬ জন বন্ধু তিস্তায় গোসলে নামে। এই সময় ছয় বন্ধুই নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিল। ১জন কোনো রকমে সাঁতরে পাড়ে উঠলেও বাকি ৫ জন স্রোতে টানে তলিয়ে যেতে থাকে। এই সময় ঘটনাস্থানে থাকা লোকজন নৌকা দিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও অন্য ২ জন সেখানেই নিখোঁজ হন। তাঁরা ২ জনেই এইচএসসি পরীক্ষার্থী ছিল। নিখোঁজের ৩২ ঘণ্টা পর মোঃ মুন্না আহমেদ (১৮) নামে এক পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার হলেও মোঃ নাইস আহমেদ এখনো নিখোঁজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতা–কর্মীর নামে মামলা Previous post কুড়িগ্রামে ধরলা নদীতে আগুনে পুড়ল স্পিডবোটে
বেরোবির ক্যাফেটেরিয়ার এবার খাবারে পোকা Next post বেরোবির ক্যাফেটেরিয়ার এবার খাবারে পোকা