
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে
গত কয়েক দিনের ভারি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তা চরের নিম্ন অঞ্চলের মানুষ আরেকবার বন্যা হবার আশঙ্কা করছেন।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৭ সেন্টিমিটার, যা বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)। এর আগে সকাল ৯ টা থেকে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদিন ইসলাম জানান, সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দেয়া হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে আবারও পানিতে তলিয়ে টইটুম্বুর। পানি বৃদ্ধির ফলে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। রাস্তায় পানি উঠায় চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, পাটিকাপাড়া, সিন্দুর্না, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, নোহালী, শৈইলমারী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলের কিছু কিছু ঘরবাড়িতে পানি ওঠতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় রাস্তা ডুবে গিয়ে চলাচলের সমস্যা দেখা দিয়েছে।
হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ জানা, ভারি বৃষ্টিপাতের কারণে চর এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে গিয়েছে। চরের লোকজনের খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরোও খবর পড়ুন
লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে একজনের মৃত্যু
লালমনিরহাট জেলার কালীগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে মোঃ সোহাগ হোসেন (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা ৪ জন...
লালমনিরহাটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে একজনের আত্মহত্যা
লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে এক অন্তসত্ত্বা নারী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার বড়খাতা অন্ধ হাফেজ...
পরীক্ষামূলকভাবে চলল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরীক্ষামূলকভাবে চলল প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন...
লালমনিরহাটের আলোচিত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে
সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল...
লালমনিরহাটে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রিয়াদ বাবু (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার...
কালীগঞ্জ ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সুজন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় লালমনিরহাট-বুড়িমারী...