তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে
গত কয়েক দিনের ভারি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তা চরের নিম্ন অঞ্চলের মানুষ আরেকবার বন্যা হবার আশঙ্কা করছেন।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৭ সেন্টিমিটার, যা বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার)। এর আগে সকাল ৯ টা থেকে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদিন ইসলাম জানান, সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের মোট ৪৪টি জল কপাট খুলে দেয়া হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে আবারও পানিতে তলিয়ে টইটুম্বুর। পানি বৃদ্ধির ফলে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। রাস্তায় পানি উঠায় চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, পাটিকাপাড়া, সিন্দুর্না, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, নোহালী, শৈইলমারী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলের কিছু কিছু ঘরবাড়িতে পানি ওঠতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় রাস্তা ডুবে গিয়ে চলাচলের সমস্যা দেখা দিয়েছে।
হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ জানা, ভারি বৃষ্টিপাতের কারণে চর এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে গিয়েছে। চরের লোকজনের খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরোও খবর পড়ুন
লালমনিরহাটে নর্দমায় পড়ে এক শিশুর মৃত্যু
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নর্দমার পানিতে ডুবে এক শিশুর (২) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নর...
লালমনিরহাটে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সড়কের পাশ থেকে বৃদ্ধ রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...
লালমনিরহাটে ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ফেন্সিডিল একটি এপাচি মটরসাইকেলসহ ২ জন আসামী গ্রেফতার। জেলার নবাগত পুলিশ সুপার মোঃ...
লালমনিরহাটে বজ্রপাতে এক শিশু নিহত
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে মোছাঃ আনিছা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায়...
লালমনিরহাটে নিজ বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
লালমনিরহাট জেলার আদিতমারীতে নিজ বাড়ি থেকে মোঃ তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।...
হাতীবান্ধা উপজেলায় বিএনপির দুইজন নেতাকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি'র সদস্য...