September 20, 2024
তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে

তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে

Read Time:2 Minute, 39 Second

উজানের পানি ও অবিরাম ৩ দিনের ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামে আবারো সবকয়টি নদীর পানি বেড়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদসহ অন্যান্য নদ নদীর পানিও অনেকটাই বাড়ছে।

কুড়িগ্রাম স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় যে, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার প্রায় ১০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে আবারো নদী তীরবর্তী মানুষজন বন্যার আশংকা করছেন। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার আমন চাষীরা। চর ও দ্বীপচরের অনেক নিচু এলাকায় পানি উঠে গেছে।নতুন করে আমন আবাদ তলিয়ে যাওয়া কৃষকরা ক্ষতির আশংকা করছেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, যদি এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে শীতকালীন মরিচ ও চাল কুমড়াসহ বিভিন্ন শাক সবজির ক্ষতির আশংকা রয়েছে। এছাড়াও সম্প্রতি রোপন করা আমনেরও ক্ষতি হতে পারে। অপরদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা নদী অববাহিকায় দেখা দিয়েছে নদী ভাঙনের। পানি কমে গেলে আবারো ভাঙন বেড়ে যাওয়ার আশংকা করছে নদী পাড়ের মানুষেরা।

এদিকে, রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘন্টায় এই জেলায় মোট ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী ২/১ দিন আরো অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, উজানের পানি ও অব্যাহত ভারি বর্ষণে কুড়িগ্রামে নদীর পানি আবারো বেড়েছে।তবে আতংকিত হওয়ার কারণ নেই। কারন পানি অতি দ্রতই নেমে যাবে। বন্যা পরিস্থিতি সৃষ্টির কোন আশংকা নেই এখন পর্যন্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সাংবাদিকদের চিকিৎসা করবেন না রমেক! Previous post রংপুরে গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে
বীরগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্য Next post ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!