রাণীশংকৈলে ৫ ঘন্টা নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে সঞ্জয় মহন্ত সাহা (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৩ জুলাই) বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় মৃতের পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সঞ্জয় উপজেলার পৌর শহরের ২ নং ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার পুত্র। সে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা শেষে ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল কয়েকজন শিক্ষার্থী। এই সময় হঠাৎ তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয়। এর পর ব্রিজ থেকে সেও গোসলের উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয়। পরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেওয়া হয়। পরে উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজ সঞ্জয় মহন্ত সাহার বন্ধুরা জানায়, বিকালে পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা। এই সময় তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয় মহন্ত সাহা ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি করে। না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ৫ ঘন্টা পর তার মরদেহের খোঁজ পায়।
রানীশংকৈল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে খোঁজাখুজি শুরু করেন। প্রায় ৫ ঘন্টা খোঁজার পর ছেলেটির মরদেহ উদ্ধার করি।
আরোও খবর পড়ুন
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যবসায়ীর মৃত্যু
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে...
ছাত্রী নিবাস থেকে কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার
রংপুর নগরীর চার তলা মোড়ে আলম ছাত্রী নিবাসের নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রী প্রথম বছরের শিক্ষার্থী জয়শ্রী রাণী জয়ার (২০)...
ঠাকুরগাঁও সীমান্তে মাদকসহ ৪ জন আটক
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সীমান্ত এলাকা থেকে মাদকসহ আটক ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। আজ সোমবার...
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের অস্ত্রের কোপে জখম ইউপি চেয়ারম্যান
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইছ উদ্দিন সাজুকে (৫৫) দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে জখম করেছেন। শারীরিক অবস্থা...
পীরগঞ্জে শিশু হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রী লাবণ্য আক্তারের (৪) লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার...
ঠাকুরগাঁওয়ে ভাতিজার লাটির আঘাতে চাচা ও চাচী হাসপাতালে
ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা মোঃ পয়জারুল ইসলাম (৪৮) ও চাচী...