December 13, 2024
তেঁতুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার

লালমনিরহাটে পাটক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

Read Time:2 Minute, 56 Second

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে জুনায়েদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাহিদ (১৫) এক কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।

গতকাল রবিবার (৯ জুন) সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছেকনাপাড়ার একটি পাটক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু জুনায়েদ ওই এলাকার মোঃ দুলাল হোসেনের ছেলে ও আটক নাহিদ একই এলাকার মোঃ রশিদুল ইসলাম নামের এক ব্যাক্তির ভাগিনা। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, গতকাল রবিবার সন্ধার পর ওই এলাকার বিদ্যুৎ চলে গেলে নিহত জুনায়েদের পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খুজতে থাকে। এই সময় ওই এলাকার লোকজনের মনে আতঙ্ক ছড়িয়ে পরে। কেননা কয়েকদিন আগেও ওই এলাকায় তামাক ক্ষেতে একটি শিশুর লাশ পাওয়া যায়। পরে এলাকার লোকজনসহ জুনায়েদের পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। দীর্ঘসময় খোঁজার পর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে একটু দূরে পাটক্ষেতের ভিতরে শিশুটির মরদেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহত শিশু জুনায়েদের মা মোছাঃ জাহানারা বেগম বলেন, ‘কেউ আমার ছেলেকে মেরে ফেলছে। আমার একটাই অনুরোধ তোমরা কেউ আমার ছেলেকে তোমরা কাটাছিড়া করেন না। আমি আমার ছেলের হত্যাকারীদের শাস্তি চাই’।

খুনিয়াগাছ ইউনিয়নের চোয়ারম্যান এএসএম খায়রুজ্জামান মণ্ডল বাদল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’ ।

এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, ‘আমরা ঘটনাস্থানে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে’। এ ঘটনায় রাতেই নাহিদ নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার Previous post কুড়িগ্রামে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার
র‌্যাব-১৩ Next post ডিমলায় শিশু ধর্ষণকারী গ্রেপ্তার