June 2, 2023
নীলফামারীতে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্রসহ নকল করায় আটক ১

নীলফামারীতে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্রসহ নকল করায় আটক ১

Read Time:2 Minute, 19 Second

নীলফামারী জেলা প্রশাসক দপ্তরের কয়েকটি পদে লোক নিয়োগের পরীক্ষায় উত্তরপত্রসহ ফয়সাল ইসলাম চৌধুরী (রোল নং ১৪০০১৭১) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) কেন্দ্রের সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ওই পরীক্ষার্থীকে দুইদিনের কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাসের ঘটনায় সাধারণ পরীক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ফয়সাল ইসলাম চৌধুরী(৩০) জেলা শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দিচ্ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, জেলার সাধারণ প্রশাসন এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩,১৪ এবং ১৬ তম গ্রেডের পাঁচটি ক্যাটাগরিতে ২৮টি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৫ হাজার ৬৮৫ জন আবেদন করেন।

আজ সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর ২০ মিনিট পর ফয়সাল নকলের মাধ্যমে লিখতে শুরু করেন।

দায়িত্বরত পরীক বিষয়টি দেখতে পেয়ে তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ফয়সালকে দুই দিনের কারাদন্ড দেন।

আরসিএন ২৪ বিডি. কম / ১১ মার্চ ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
চাকরিজীবীদের এনআইডি কর্তৃপক্ষের মতামত ছাড়া সংশোধন নয় Previous post চাকরিজীবীদের এনআইডি কর্তৃপক্ষের মতামত ছাড়া সংশোধন নয়
ডালিয়া তিস্তা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু Next post ডালিয়া তিস্তা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু