September 24, 2023
কিশোরগঞ্জের বালু চাপা দেয়া অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

কিশোরগঞ্জের বালু চাপা দেয়া অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

Read Time:2 Minute, 49 Second

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গার ধাইজান নদীর তীর হতে বালু চাপা দেয়া অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ গত ২৭ আগষ্ট দুপুরে উদ্ধার করেছিল পুলিশ।

লাশ উদ্ধারের মোট ৮ দিন পর গতকাল সোমবার (৪সেপ্টেম্বর) সেই লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। পুলিশ জানায়, অর্ধগলিত বিকৃত হয়ে যাওয়া অজ্ঞাত লাশটি কিশোরীগঞ্জ উপজেলার ওই ইউনিয়নের উত্তর দুরাকুটি বাসোপাড়া গ্রামের একরামুল হকের একমাত্র পুত্র মোঃ মোর্শেদুল হক(৩৫)।

সুত্র অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপ ও লাশের আঙুলের ছাপ পরীক্ষা করে মোর্শেদুলের লাশ চিহিৃত করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্ত রির্পোটে হত্যার আলামত চিহিৃত করা হয়। এই ঘটনার বাদী পুলিশ।

পারিবারিক সুত্র থেকে জানা যায়, মোর্শেদুল হক ১জন পরিবহন শ্রমিক। সে সপ্তাহে ২ দিন বাসায় আসে। গত ২৪ আগষ্ট সন্ধ্যায় মোর্শেদুল বাসায় আসে। ওইদিন রাত ৯টায় তার মোবাইলে কে বা কারা ফোন দেয়। এরপর সে বাড়ি হতে বেরিয়ে নিখোঁজ হয় ও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় মোর্শেদুলের বাবা একরামুল হক গত মাসের ২৬ আগষ্ট কিশোরগঞ্জ থানায় একটি জিডি করেন।

গত ২৭ আগষ্ট দুপুরে উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গার ধাইজান নদীর তীর থেকে বালু চাপা দেয়া লাশ কুকুর ট্রেনে বের করায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে সময় লাশের পরিচয় না পাওয়ায় পুলিশবাদী হয়ে ১টি হত্যামামলা দায়ের করে। এই ঘটনায় ২ জন ব্যাক্তিকে থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়।

কিশোরীগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, মোর্শেদুল হকের খুনের তদন্ত চলছে। তার পরিচয় পাওয়া গেছে। খুনের মোটিভ উদ্ধারসহ আসামীদের কিছুদিনের মধ্য চিহিৃত করে গ্রেপ্তার করবো আমরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু Previous post গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত
র‍্যাব-১৩’র দ্বারা বিরামপুরে ফেয়ারডিলসহ ৩ জনকে গ্রেফতার Next post র‍্যাব-১৩’র দ্বারা বিরামপুরে ফেয়ারডিলসহ ৩ জনকে গ্রেফতার