সৈয়দপুরে ফেন্সিডিলসহ ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনগণ
নীলফামারী জেলার সৈয়দপুরে ফেন্সিডিলসহ আটককৃত ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের নিমবাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাফায়েতুজ্জামান রিফাত (১৯), মোঃ আসাদ এবং (২৮) ইরফান রাব্বি (২৪)। এর মধ্যে রিফাত নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অঙ্গীকারের সভাপতি দাবি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক ব্যক্তিরা শিক্ষার্থীদের নাম করে অনেক অপকর্মের সাথে জড়িত। দীর্ঘদিন থেকে ফেন্সিডিল, ইয়াবা, টেপেন্ডাসহ অন্য মাদক কারবারির সাথে জড়িত। সমন্বয়ক দাবি করা রিফাত ও রাব্বি মূলত মাদক কারবারি। এলাকাবাসী প্রতিবাদ বিভিন্ন হুমকি ও মামলা–মোকদ্দমার ভয় দেখাতেন। সমন্বয়ক দাবি করে তিনি চাঁদাবাজিও করতেন। ওই দিন মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ৫ বোতল ফেন্সিডিলসহ এলাকাবাসী তাঁদের আটক করে। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরেক প্রত্যক্ষদর্শী ও উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন থেকে এরা মাদক কারবারের সাথে জড়িত। আজ (মঙ্গলবার) জনগণ তাঁদের হাতেনাতে ধরেছে এবং গণধোলাই দিয়েছে।’
এই বিষয়ে তারুণ্যের অঙ্গীকার সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু বলেন, ‘দুই দিন আগে এ সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার দায়ভার আমরা নিবো না।’
সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাকিল চৌধুরী, শাহরিয়ার রিফাত, সোয়েব, সাকিবরা বলেন, ‘নিজেকে সমন্বয়ক দাবি করা রাফায়েতুজ্জামান রিফাতের অপকর্মে ব্যাপারে আমরা অনেক আগে তাঁকে বয়কট করেছি।’
তাঁরা জানান, ‘কোন প্রকার লেনদেন না করে বা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রমে সম্পৃক্ত না করতে সকলকে আগে সতর্কও করেছিলাম আমরা। পরে সে ছাত্রসমাজ তথা শিক্ষার্থীদের কাছে পাত্তা না পেয়ে আরেকটি সংগঠন গঠন করে নিজের ইচ্ছেমতো কাজ করে আসছিল। শিক্ষার্থীদের নামে অপকর্ম করায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’
এই বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন বলেন, ‘রাত ১টার দিকে স্থানীয় কয়েক শ লোক ফেন্সিডিলসহ তাঁদের হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’
আরোও খবর পড়ুন
জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জের জাতীয় পাটির সভাপতির বিরুদ্ধে
জমি দখলের অভিযোগ করেছেন নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের বিরুদ্ধে।...
আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে দিনাজপুরে ইজতেমা
তীব্র তাপদাহ উপেক্ষা করে আমিন আমিন ধ্বনিতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে ৩ দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে।...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৫ জন মারা গেছে। আর...
ঠাকুরগাঁওয়ে কৃষকদলের বর্ধিত সভার আয়োজন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা বাতিল ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বর্ধিত সভা করেছে ঠাকুরগাঁও জেলা কৃষকদল।...
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে
৩৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। তৃতীয় ইউনিট চালু...
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্য
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায়...