জাল টাকা ব্যবসার প্রধান আসামী এএসআই আল আমিনের আদালতে আত্মসমর্পন
জ্বাল টাকা ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী রংপুর মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের এএসআই আল আমিনের জামিনের আবেদন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ( ২২ জুন ) রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম শুনানী শেষে এ আদেশ দেন। পরে পুলিশী পাহারায় আসামীকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরনে জানা গেছে, রংপুর মেট্রোপলিটান পুলিশে ট্রাফিক বিভাগে কর্মরত এএসআই বর্তমানে ঢাকায় ডেল্টা ২১ কন্ট্রোলরুম প্রটেকশন বিভাগ ঢাকা মেট্রোপলিটান পুলিশে কর্মরত।
রংপুরে কর্মরত থাকা কালে জ্বাল টাকা ব্যবসার সাথে সরাসরি জড়িত ছিলেন। গত বছর ২০২১ সালের ৫ জুলাৈই তারিখে পুর্ব পরিচয়ের সূত্র ধরে দুবন্ধু রংপুর নগরীর নিউ ইজ্ঞিনিয়ার পাড়ার জিসান ও মুলাটোল এলাকার সোহানকে রংপুর নগরীর সোডাপীর এলাকায় একটি হোটেলে ফোন করে ডেকে আনেন।
এরপর সেখানে তার পকেট থেকে ৫শ টাকার এক বান্ডিলৈ জ্বাল নোট দেখিয়ে বলেন এসব চালাতে পারলে অর্ধেক দাম দিলেই চলবে। তারা টাকা নিতে অস্বিকার করলে অনেকটা জোর করে ৫টি ৫শ টাকার জাল নোট তাদের দিয়ে বলেন চেষ্টা করে দেখতে চালানো যায় কিনা।
এ ঘটনার পর দুই বন্ধু মিঠাপুকুর যায় ওই দিন রাতেই বাসায় ফেরার পথে নগরীর দমদমা এলাকায় পুলিশ তাদের মটর সাইকেল আটক করে তাদের তল্লাশী করে ৫টি জ্বাল ৫শ টাকার নোট পায়।
এরপর তাদের নগরীর তাজহাট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা কালে তারা ট্রাফিক পুলিশের এএসআই আল আমিনের নাম বলে। পরে এ ঘটনায় তাজহাট থানার এস আই আসাদুল বাদী হয়ে জিসান , সোহান ও এএসআই আল আমিনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
আসামী জিসান ও সোহান আদালতে ১৬৪ ধারায় স্বীকরোক্তিমুল জবানবন্দি প্রদান করে। এতে জাল টাকা এএসআই আল আমিন তাদের দিয়েছে বলে জানায়। পরে পুলিশ তদন্ত শেষে এএসআই আল আমিনসহ তিন আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চার্জসীট দাখিল করে।
আজ আসামী এএসআই আল আমিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে সরকার পক্ষের আইনিজিবী পিপি আব্দুল মালেক এ্যাডভোকেট জানান আসামী পুলিশের এএসআই জাল টাকা ব্যবসার মামলার প্রধান আসামী তার বিরুদ্ধে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসীট দাখিল করেছে প্রাথমিক ভাবে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে।
তা ছাড়া পুলিশের কর্মকর্তা জ্বাল টাকার ব্যবসার সাথে জড়িত বিষয়টি দুঃখজনক বিজ্ঞ বিচারক সব কিছু বিচার বিশ্লেষন করে তার জামিন না মজ্ঞুর করেছেন বলে জানান তিনি।
আরসিএন ২৪ বিডি / ২১ জুন ২০২২
আরোও খবর পড়ুন
তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের...
রংপুর মেট্রোপলিটনের ৬টি থানায় নতুন ওসি
সারা দেশের মত রংপুর মেট্রোপলিটন পুলিশেও (আরপিএমপি) রদবদল শুরু হয়েছে। এর ধারাবাহিতায় আরপিএমপির ৬ টি থানায় নতুন ৬ জন কর্মকর্তাকে...
আবু সাঈদ হত্যা মামলায় দুইজন পুলিশ সদস্যকে ৪ দিনের রিমান্ড
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুইজন পুলিশ...
সাঈদ হত্যা মামলায় রংপুর মেট্রো পুলিশের দুইজনকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে
আবু সাঈদ হত্যা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের দুইজন সদস্যকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (৯...
সাবেক আইজিপি শহীদুল হক ও মামুনের ৮ দিনের রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম...
রংপুরে শিক্ষার্থী তাহির হত্যা মামলায় হাসিনা-কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আরও একটি হত্যা মামলা...
Average Rating