September 20, 2024
জাল টাকা ব্যবসার প্রধান আসামী এএসআই আল আমিনের আদালতে আত্মসমর্পন

জাল টাকা ব্যবসার প্রধান আসামী এএসআই আল আমিনের আদালতে আত্মসমর্পন

Read Time:4 Minute, 16 Second

জ্বাল টাকা ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী রংপুর মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের এএসআই আল আমিনের জামিনের আবেদন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ( ২২ জুন ) রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম শুনানী শেষে এ আদেশ দেন। পরে পুলিশী পাহারায় আসামীকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরনে জানা গেছে, রংপুর মেট্রোপলিটান পুলিশে ট্রাফিক বিভাগে কর্মরত এএসআই বর্তমানে ঢাকায় ডেল্টা ২১ কন্ট্রোলরুম প্রটেকশন বিভাগ ঢাকা মেট্রোপলিটান পুলিশে কর্মরত।

রংপুরে কর্মরত থাকা কালে জ্বাল টাকা ব্যবসার সাথে সরাসরি জড়িত ছিলেন। গত বছর ২০২১ সালের ৫ জুলাৈই তারিখে পুর্ব পরিচয়ের সূত্র ধরে দুবন্ধু রংপুর নগরীর নিউ ইজ্ঞিনিয়ার পাড়ার জিসান ও মুলাটোল এলাকার সোহানকে রংপুর নগরীর সোডাপীর এলাকায় একটি হোটেলে ফোন করে ডেকে আনেন।
এরপর সেখানে তার পকেট থেকে ৫শ টাকার এক বান্ডিলৈ জ্বাল নোট দেখিয়ে বলেন এসব চালাতে পারলে অর্ধেক দাম দিলেই চলবে। তারা টাকা নিতে অস্বিকার করলে অনেকটা জোর করে ৫টি ৫শ টাকার জাল নোট তাদের দিয়ে বলেন চেষ্টা করে দেখতে চালানো যায় কিনা।

এ ঘটনার পর দুই বন্ধু মিঠাপুকুর যায় ওই দিন রাতেই বাসায় ফেরার পথে নগরীর দমদমা এলাকায় পুলিশ তাদের মটর সাইকেল আটক করে তাদের তল্লাশী করে ৫টি জ্বাল ৫শ টাকার নোট পায়।

এরপর তাদের নগরীর তাজহাট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা কালে তারা ট্রাফিক পুলিশের এএসআই আল আমিনের নাম বলে। পরে এ ঘটনায় তাজহাট থানার এস আই আসাদুল বাদী হয়ে জিসান , সোহান ও এএসআই আল আমিনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

আসামী জিসান ও সোহান আদালতে ১৬৪ ধারায় স্বীকরোক্তিমুল জবানবন্দি প্রদান করে। এতে জাল টাকা এএসআই আল আমিন তাদের দিয়েছে বলে জানায়। পরে পুলিশ তদন্ত শেষে এএসআই আল আমিনসহ তিন আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চার্জসীট দাখিল করে।

আজ আসামী এএসআই আল আমিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনিজিবী পিপি আব্দুল মালেক এ্যাডভোকেট জানান আসামী পুলিশের এএসআই জাল টাকা ব্যবসার মামলার প্রধান আসামী তার বিরুদ্ধে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসীট দাখিল করেছে প্রাথমিক ভাবে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে।

তা ছাড়া পুলিশের কর্মকর্তা জ্বাল টাকার ব্যবসার সাথে জড়িত বিষয়টি দুঃখজনক বিজ্ঞ বিচারক সব কিছু বিচার বিশ্লেষন করে তার জামিন না মজ্ঞুর করেছেন বলে জানান তিনি।
আরসিএন ২৪ বিডি / ২১ জুন ২০২২

About Post Author

editors

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যার চেষ্টায় ছেলে গ্রেফতার Previous post মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যার চেষ্টায় ছেলে গ্রেফতার
এবার কুমিল্লায় যমজ শিশুর জন্ম, নাম পদ্মা ও সেতু Next post এবার কুমিল্লায় যমজ শিশুর জন্ম,নাম পদ্মা ও সেতু